সাম্প্রতিক পোস্ট

মাসিক দান-সদকা অনুদান তহবিল

মাসিক দান-সদকা অনুদান তহবিল

আলহামদুলিল্লাহ Sadaqah-OFWM ফান্ডে মাসিক দান-সদকা অনুদান তহবিলে প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী দান-সদকা করতে পারবেন। মাসিক দান-সদকা অনুদান তহবিলের টাকা অসহায় হতদরিদ্র মানুষ ও গুরুত্বপূর্ণ খাদে ব্যয় করা হয়ে থাকে।মাসিক অনুদান তহবিলে সদস্য হলে আপনাকে Sadaqah-OFWM Whatsapp ও মেসেঞ্জার গ্রুপে এড করে দেওয়া হবে। ইংশা-আল্লহ সেখান থেকে আপনি অতি সহজে দান-সদকা আপডেট জানতে পারবেন।আর গুরুত্বপূর্ণ কোন কাজে আপনাদের পরামর্শ গ্রহণ করা হবে। তবে গ্রুপে এড না হয়েও প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী দান-সদকা করতে পারবেন।Sadaqah-OFWM ফান্ডে সহায়তা পাঠানোর পর ওয়েবসাইটে অনুদান ফরম পূরণ করুন কিংবা Sadaqah-OFWM ফেইসবুক পেজের ইনবক্সে অবগত করুন। ইংশা-আল্লহ

মহান আল্লাহ কুরআনে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সূরা বাকারা, আয়াত ২৬১)

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (সহীহ বুখারী, হাদিস নং ৬৪৬৪)

 

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...