আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্! 🌸 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামীন তিনি আমাকে #Online_Free_Women's_Madrasah_OFWM এর সন্ধান দিয়েছেন এবং দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করেছেন,আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল। #OFWM আল্লাহ রব্বুল আলামীন আপনাকে এক বিশেষ উপহার দিয়েছেন। আমার দেখা এই প্রথম সেরা প্রতিষ্ঠান OFWM। #OFWM....এই প্রতিষ্ঠনের প্রশংসা করে এই দুই লাইন লেখার মাধ্যমে শেষ করা সম্ভব না। আমাদের এই প্রতিষ্ঠানে হাতে কলমে যেভাবে শিখানো হয়, যে কেউ খুব সহজেই ইলম অর্জন করতে পারবে ইংশাআল্লাহ্। এখানে শুধু কুরআন শিক্ষা কোর্স টাই নয় , কেউ চাইলে OFWM থেকে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবে ইংশাআল্লাহ্ 🌸 যেমন, 1.OFWM মুয়াল্লিমা কোর্স 2. কুরআন নাজেরা কোর্স 3. কুরআন শিক্ষা কোর্স 4. আরবি ভাষা শিক্ষা কোর্স 5. আমলের সূরা হিফজ কোর্স 6. আমপারা হিফজ কোর্স 7. হিফজুল কুরআন কোর্স 8. আসমাউল হুসনা কোর্স 9. নামাজ শিক্ষা কোর্স 10. মাসনূন দোয়া কোর্স ইত্যাদি ইত্যাদি আরো অনেক কোর্স রয়েছে। প্রতেক টা সন্মানিতা উস্তাজা প্রাণপ্রিয় আপুমনিদের কথা না বললেই নয়!তাদের ধৈর্য পড়ানোর ধরন মুগ্ধ করার মতো, কেউ মুগ্ধ না হয়ে থাকতেই পারবেনা। ফ্রীতে শিখায় তাও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবু কত ধৈর্য, ভালোবাসা আর সম্মানের সহিত শিখান। এবং একেক সন্মানিতা উস্তাজা প্রাণপ্রিয় আপুমনিদের বিনোদ ছিলো অসাধারণ, মনে অনুভূতি থেকেই চলে আসে মাশাআল্লাহ ❤️ আমরা সবাই এই অসাধারণ বিনোদনে অংশ গ্রহণ করতে পারছি আল্লাহ রব্বুল আলামীন আমাদের সেই সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল। 💝 আমরা কতটাই না বিরক্ত করি,এতো করে বোঝানোর পরও একই প্রশ্ন বারবার করি তবুও সন্মানিতা উস্তাজা আপুমনিরা বিরক্ত হন না,একটি বারও ধমক দেননা ধৈর্যের সাথে কত সুন্দর করে আমাদের পড়াগুলো বারবার বুঝিয়ে দেন। মাঝে মাঝে খুব আপসোস হয় কেন আরও আগে এই প্রতিষ্ঠানের সন্ধান পেলাম না, তাহলে তো আরও অনেক বেশি শিখতে পারতাম। তবুও রবের নিকট লাক্ষো কোটি শুকরিয়া দেরিতে হলেও OFWM এর মতো সেরা একটি প্রতিষ্ঠানের সন্ধান তো পেয়েছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল 🌸 "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর, এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণা কর।" (সূরা আহযাব ৩৩, আয়াত ৪১-৪২) মহান আল্লাহ তা'য়ালা আমাকে এই প্রতিষ্ঠানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত থাকার তৌফিক দান করুন...আমিন। মহান রব্বুল আলামীন আমাদের #OFWM-এর প্রতিষ্ঠাতা এবং আমাদের সকল সন্মানিতা উস্তাজা প্রাণপ্রিয় আপুমনিদের উত্তম প্রতিধান দান করুন। জাযাকিল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ্ সম্মানিতা উস্তাজা আপুমনিরা! আল্লাহ রব্বুল আলামীন আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং দ্বীনি শিক্ষার দেওয়ার জন্য কবুল করুন আমিন🌸 #Online_Free_Women's_Madrasha #ভালোবাসার_আরে_নাম_OFWM #Facebook Id: Jerin Israt Jara #কোরআন_শিক্ষা_কোর্স #Roll:3710
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ আমার সম্মানিতা মিষ্টি মিষ্টি উস্তাজা আপুমনি &সহপাঠী বোনেরা🌸🥰 আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্ত্বার যিনি আমাকে আমার প্রিয় OFWM এর মতো এমন একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহনের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ। 🌸🌸🥰 কত কিছুই তো বলার আছে সব কথা যদিও লিখনিতে প্রকাশ করা সম্ভব নয়, তবুও কিছু কথা বলি,,,, আমি একটা দিন আমার প্রিয় উস্তাজাদের সুমধুর কন্ঠে কোরআনের বানী শুনতে না পেলে পাগল পাগল হয়ে যাই, অশান্তি লাগে🥲🥲শুক্রবার ছুটি টা আমার দম বন্ধ লাগতো প্রথম দিকে,এখন সাংস্কৃতিক অনুষ্ঠান করাতে আলহামদুলিল্লাহ ভালো লাগে সবাই কে পাই বলে☺️☺️ আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে যখন আমার প্রিয় প্রতিষ্ঠান আর উস্তাজাদের প্রশংসা শুনি তখন অন্যরকম প্রশান্তি অনুভব হয় আলহামদুলিল্লাহ। 🥰🥰🌸 আমি আমার প্রিয় প্রতিষ্ঠান থেকে কোরআন শিক্ষা কোর্স করার আগে এত ভালো করে অমায়িক ব্যবহার এর মাধ্যমে পাঠদান আমি কোথাও পাইনি🥲 আমি লিখতেও পারতাম না আর এখন সবাই খুশি আমার লিখা দেখে আলহামদুলিল্লাহ 🥰আমি একজন জেনারেল শিক্ষিত হয়েও আমার মধ্যে এত্ত এত্ত পরিবর্তন শুধুমাত্র প্রিয় OFWM এর উছিলায় আলহামদুলিল্লাহ 🥰🌸 আল্লাহ আমাকে কত্ত ভালোবাসেন আলহামদুলিল্লাহ, যার জন্য OFWM এর সাথে আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ 🌸🥰 আর এখানে কড়া গাইডলাইনের বিষয়ে আর কি বলবো ---- এক কথায় অসাধারণ 👌 প্রত্যেকদিন হোমওয়ার্ক, দৈনন্দিন কার্যক্রম কমপ্লিট করা এবং তা জমা দেওয়া। 1 ঘন্টা প্রাকটিস না হলে ক্লাসে পড়া না নিয়ে বসিয়ে রেখে প্রাকটিস করানো,, সবগুলোই আমার কাছে অনেক অনেক ভালো লাগে🌸🥰 আর সব থেকে বেশি ভালো লাগে আমার প্রত্যেক উস্তাজার কন্ঠই এক রকম🥰একরকম তাদের ব্যবহার 🥰উনাদের আইডি লক্ষ্য না করলে বুঝার কোনো উপায়-ই নেই যে উনারা আলাদা আলাদা মানুষ ☺️☺️ ""সব শেষে বলবো আমার কলিজার টুকরো মিষ্টি মিষ্টি উস্তাজা আপুমনিরা আপনাদের সবাই কে আমি আল্লাহর জন্য অনেক অনেক অনেক ভালোবাসি 🫶🫶এবং ভালোবাসি আপনাদের এই সুন্দর শিক্ষাব্যবস্থাকে🥰☺️যা লিখনিতে প্রকাশ করা সম্ভব নয়""🫶🫶 আপনাদের কে আল্লাহ তায়ালা এর উত্তম বিনিময় দিক আর ইলমে বারাকাহ দান করুক,এবং সারাজীবন এভাবেই দ্বীনি খেদমতে থাকার তৌফিক দান করুক। আমিন ছল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম 🥰🌸
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে হাজারও শোকর,হাজারও সেজদা মাবুদের কুদরতি কদমে, তার অফুরন্ত রহমত ও সাহায্য ছাড়া আজ আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান #Online Free Women's Madrasha -OFWM তে দ্বীনি ইলম, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারতাম না,, আশা রাখি মহান রব্বুল আলামীন আপনাদেরকে এবং আপনাদের পরিবারের সবাই কে ভালো এবং সুস্থ রেখেছেন ইংশা আল্লাহ,,,,, আমার জীবনে OFWM হচ্ছেন রাব্বি কারীমের বিশেষ এক উপহার উপহার আলহামদুলিল্লাহ,, OFWM,এক এমন প্রতিষ্ঠান যার স্পর্শ পেয়ে ধন্য হয়েছি আমি,, সর্বপ্রথম আমার সম্মানিতা আপুমনির কাছ থেকে মায়া অনুভূতির ভালোবাসায় ভরা প্রিয় OFWM এর ব্যাপারে কথা শোনা,,,, মনে ছিল খুব তৃষ্ণা দ্বীনি সহবতে যাওয়ার,,, #OFWM তে এসেছে শিখেছি কথা বলার আদব,, শিখেছি সম্মান ও ভালবাসার আদব, অন্তরের অন্তরস্থল থেকে অনেক সম্মান,, দোয়া ও ভালোবাসা প্রিয় প্রতিষ্ঠান #online Free Women's Madrasah,,এর প্রতিষ্ঠাতা এবং সকল সম্মানিতা উস্তাজা আপুমনিদের, মাশাআল্লাহ সম্মানিতা উস্তাজাদের কথা মনে পড়লে অন্তরের অন্তরস্থল থেকে ভালবাসা জাগ্রত হয়ে যায় আলহামদুলিল্লাহ, কারণ দেখেছি তাদের কথা বলার মাধুর্যতা, দায়িত্বের প্রতি কঠোরতা,, পড়া শেখানোর কৌশলতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উস্তাজা নিজেদেরকে বিলিয়ে দিচ্ছেন দীনের পথে, তাদের কুরআন ও দ্বীনি শিক্ষা দান করা দেখে তো আমি প্রেমে পড়ে গেছি,, এই প্রিয় প্রতিষ্ঠানের আরেকটি বিশেষ দিক হচ্ছে,, কোরআন শিক্ষা সহ প্রত্যেকটি কোর্স দিয়ে যাচ্ছে একদম বিনামূল্যে,,কোন প্রকার ফ্রি নেওয়া হচ্ছে না, এখানে আরও আছে OFWM এর উস্তাজা হওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ, ফিতনার এই যুগে অনলাইনে এমন একটা প্রতিষ্ঠান এর আমি একজন সদস্য,,, আমি তো কল্পনাই করতে পারিনি কখনো ,, OFWM হচ্ছে পৃথিবীর বুকে এক مفتاح الجنة অর্থ জান্নাতের চাবি,,, হে প্রিয় প্রতিষ্ঠান তোমাকে কেন 2024 সালে এর আগে পেলাম না,,,, আগে পেলে তো আরও অনেক কিছু শিখতে পেতাম,,,, মহান রব্বুল আলামীনের কাছে একটাই চাওয়া,, রব্বে কারিম যেন এই প্রতিষ্ঠানের সাথে সারাটা জীবন থাকার তাওফিক দান করুন এবং মহান রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সকল উস্তাজাদের এই মহান কাজের জন্য উত্তম জাযা দান করুন আমিন, আমাকে এবং আমার দ্বীনি বোনদের, এই প্রিয় প্রতিষ্ঠান আলোয় আলোকিত হওয়ার এবং দিনের জন্য কবুল করুন আমিন ইয়া রব্বুল আলামীন,,, يحبك في الله হে আমার প্রিয় জামিয়া #Online Free Women's Madrasah, আল্লাহর জন্য তোমায় এবং তোমার বুকে থাকা সকল দ্বীনি বোনদের ভালোবাসি,,,,, সকল দ্বীনি বোনেদের কাছে দোয়ার দরখাস্ত,, রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনি ইলম এবং সেই ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন,,, ❤️❤️❤️সকল দ্বীনি বোনদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইলো, ইংশা আল্লাহ ❤️❤️ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকের হাজার সালাম,,,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিষ্ঠান OFWM সম্পর্কে কিভাবে শুরু করবো! বিগত কয়েক বছর ধরে মাদ্রাসাতে পড়ার খুবই ইচ্ছা ছিলো। কিন্তু জেনারেল লাইনে পড়ে এতো বড় হয়ে কিভাবে মাদ্রাসাতে পড়বো বা এতো বড় মানুষ এর ভর্তি নেয় কিনা তাও অজানা। সহিহ করে পড়ায় কোথায় জানি না। একদিন এই মাদ্রাসা সম্পর্কে জানতে পারি এবং এরপর এখানে ভর্তি হই আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশার বাহিরে এতো সুন্দর লেখা পড়া। শুকরিয়া মহান রবের কাছে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে। সম্মানিত উস্তাজাদের কথা নাই বললাম তারা যেমন লেখা পড়ার বিষয় কঠোর ঠিক তেমন'ই সুন্দর তাদের ব্যবহার। কতো ধৈর্য ধরে একটা পড়া পড়ায় মাশা আল্লাহ। জেনারেল শিক্ষার্থীদের জন্য OFWM মাদ্রাসা সবথেকে ভালো। ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসা আরও অনেক দূরে এগিয়ে যাবে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শুকরিয়া সেই মহান রবের দরবারে যিনি OFWM এর মতো এমন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা কোর্স এর মাধ্যমে যাত্রা শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তিনটি কোর্স করতেছি।এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা,পড়া নেওয়ার কৌশল দেখে প্রতিবার মুগ্ধ হই।এছাড়াও প্রতিষ্ঠানের বিনোদন অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর। মহান রবের কাছে একটাই চাওয়া যেন OFWM এর সকল কোর্স করতে পারি এবং সে অনুযায়ী আলম করতে পারি। OFWM এর প্রতিষ্ঠাতা এবং সকল উস্তাজা আপুমণিদের উত্তম বারাকাহ দান করুন আমিন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু🌻🌿। আশা করছি মহান রব্বুল আলামীন আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে সুস্থ রেখেছেন,আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সুস্থ আছি।🍁 দ্বীনী ইলম অর্জন করা ফরজ।🌿🌿🌿 মহান রব্বুল আলামীন প্রতেকটা মুসলিমের উপর নামাজ ,কুরআন , হজ্জ,রোজা যাকাত ফরজ করে দিয়েছেন।তার মধ্যে অন্যতম হলো কুরআন সহীহ শুদ্ধ করে শেখা।আমাদের সবারই এই কাজটাকে একটু গুরুত্তর সহকারে করা।আল্লাহ পাক রব্বুল আলামীন এর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে সেরা হলো "আশরাফুল মাখলুকাত"। মহান আল্লাহ পাক রব্বুল আলামীন মানুষকে সর্ব শ্রেষ্ঠ গঠন এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন।শুধু মাত্র মহান রবের ইবাদত করার জন্য অথচ আমরা আছি এই মিছে দুনিয়ার মায়ার পিছনে পিছনে।এই বিষাদময় মরীচিকার পিছনে পিছনে ছুটে আমাদের সুন্দর জীবনটা কে শেষ করে দিচ্ছি। দুইদিনের দুনিয়ায় নিজেদেরকে লোভ লালসার মধ্যে ডুবিয়ে দিচ্ছি দুনিয়ার জিন্দিগি কে ধ্বংস করে দিচ্ছি। ভালোবাসার আরেক নাম হলো ofwm। আমার জীবনে সব থেকে বড় উপহার এবং সব থেকে বড় নিয়ামত হচ্ছে OFWM।মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে এত সুন্দর একটি দ্বীনী শিক্ষার কত শিক্ষায় পড়ার সুযোগ করে দিয়েছেন।আমার সেই ছোট্ট বেলা থেকে আসা ছিল আমি কুরআন সহীহ করে শিখব প্লাস লিখা শিখব। মাদ্রাসায় পড়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু তা হয়ে উঠে নী অফলাইনে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামীন আমাকে অনলাইনে জগতে সেই ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লী হাল।ofwm আসার পর আমি আমার জীবনের সেরা পরিবর্তন করতে পেরেছি।আমি আমার নিজের হাতের আরবী লেখা দেখে নিজেই অবাক হয় এটা কি সত্যিই আমার হাতের লেখা আরবী।ভাবতেই অবাক লাগে একটা সময় ছিল যখন আমি আরবী লিখতে পারতাম না।আমি আমাদের ofwm এর সম্মানিতা প্রাণপ্রিয় মিষ্টি উস্তাজাদের ব্যবহারে মুদ্ধ হয়ে যায় তাদের কথা বার্তার মাধুর্যতা দেখে।সম্মানিতা প্রাণপ্রিয় মিষ্টি উসতাজাদের ধর্য দেখে তারা নিজেরা কীভাবে এত ধর্য রাখে আমি পুরাই অবাক হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো আমাদের সবাই কে এইরকম দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে।ofwm এর প্রত্যেকটা সম্মানিতা প্রাণপ্রিয় মিষ্টি উস্তাজাদের এবং প্রাণ প্রিয় সহপাঠী আপু দের অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ।মহান আল্লাহ পাক রব্বুল আলামীন যদি দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাত দেন তাহলে আমার একটা ফরিয়াদ রবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামীন যেনো আমাকে ofwm এর উস্তাজা দের এবং সহপাঠী ,আমার দ্বীনী বোনদের সাথে যেনো থাকতে পারি।মহান রব যেনো এই ফরিয়াদ কবুল করেন।ofwm সবার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম রইলো মহান রব যেনো সবাই কে দ্বীনী শিক্ষায় কবুল করেন আমিন ইয়া রব।🌿🍁 আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ofwm কে নিয়ে যেনো লেখা শেষ হয়না যতই লিখি ততই লিখতে মন চায়।🍁🍁🍁🌻🌻🌻🌻 OFWM এর সবাইকে জাঝাকুমুল্লাহ খয়রন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ,,,,,, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু 🌻🌿🌿।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।মুসলিম হয়ে ও যখন ছন্ন ছাড়া মানুষ এর মতো দুনিয়াবি আনন্দতে মেতে উঠেছিলাম তখন আল্লাহর রহমতে OFWM,এর সন্ধান পেলাম। আলহামদুলিল্লাহ OFWM এর শিক্ষার্থী গয়ে আজ আমি দীনের পথে জিবন যাপন করি। আজ আমি সহিহ্ সুদ্ধ করে কুরআন পড়তে নিজের তেলওয়াত পরে নিজে মুগ্ধ হই আলহামদুলিল্লাহ। অনলাইন এ যে এতো সুন্দর একটা প্রতিষ্ঠান থাকতে পারে তা OFWM এ না আসলে জানতাম না। কোন রমক ফি প্রদান ছাড়া এতো সুন্দর একটা মাদ্রাসা এটা আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। ভালোবাসা অবিরাম ভালোবাসার OFWM
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্🌸 লক্ষ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ ইয়া রব্বে কারীম।আমি কতই না ভাগ্যবান যে,দুনিয়ায় জান্নাতের বাগিচা খুঁজে পেয়েছি।🥹 @OFWM আমার সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান। স্কুল কলেজ & ভার্সিটির প্রতি এতটা ভালোবাসা & টান নাই।অনলাইনেও যে এত ভালো কিছু শেখা যায়,সেটা প্রিয় OFWM কোর্স না করলে জানতামেই না। মিষ্টি করে কথা বলার ধরন,ধৈর্য্যশীলতা, পড়াশোনা & আমলের প্রতি আগ্রহ সবই শিখেছে এই প্রতিষ্ঠান। না দেখেও ভালোবাসা যায়-এটাও শিখেছি মোরা🫶 অর্থলোভী এই জগতে OFWM বিনা মূল্যে এত পরিশ্রম করে পড়ান প্রাণ প্রিয় উস্তাজারা,এ যেন এক জান্নাতের হুরেরা🥹 আল্লাহ পাক সবাই করে কবুল করে নিক দ্বীনের পথে,আমাকেও আরও দ্বীনি কোর্স করার & মেনে চলার তৌফিক দেক-আমিন🤲💚
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের যিনি আমাকে আমার প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "OFWM"এর সাথে মিলিয়ে দিয়েছেন এবং জুড়ে থাকার তৌফিক দান করেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ্। যখন থেকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিলেন তখন থেকেই কোনো মাদ্রাসায় পড়ে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য উৎসুক হয়েছিলাম। অনেক অনলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছি কিন্তু আমার ভালো লাগেনি। তারপর হঠাৎ একদিন লিস্টের এক আপুর প্রোফাইলে মাদ্রাসার লোগো দেখলাম তারপর নিজেই সার্চ দিয়ে বিস্তারিত জানলাম এই প্রতিষ্ঠান সম্পর্কে। হ্যাঁ আলহামদুলিল্লাহ , আমার জীবনে রবের রহমত স্বরূপ আমার প্রিয় "OFWM" এর আগমন এইভাবেই ঘটে। তারপর আমি এই প্রতিষ্ঠান থেকে "রমাদান আত্মশুদ্ধির বিপ্লব", "এক হাজার কুর'আনিক প্রশ্নোত্তর" কোর্স কমপ্লিট করি। এরপর আমার বহুল কাঙ্ক্ষিত "কুরআন শিক্ষা" কোর্সে কুরআন তিলাওয়াত সহীহ শুদ্ধ করার সুযোগ করে দেন মহান আল্লাহ রব্বুল আলামীন। আলহামদুলিল্লাহ এখন আমার কুর'আন তিলাওয়াত আগের থেকে অনেকটা better হয়েছে। এখন আমি "কুরআন নাজেরা" ও "আর রাহীকুল মাখতুম" কোর্সের সাথে জড়িত আছি। অনলাইনে দ্বীনি শিক্ষা লাভের ক্ষেত্রে "OFWM" best.💚 আর উস্তাজা আপুমনিরা তো যেন ধৈর্যের সাগর। উনাদের কথার মাধুর্য, মাশাআল্লাহ শুনলে যেন আরও বেশি শুনতেই ইচ্ছা করে। উনারা খুব সুন্দরভাবে স্নেহ, ভালোবাসা , যত্ন দিয়ে পড়ান এবং পড়া নিয়ে থাকেন। এবং শুধু ইসলামিক শিক্ষা দেওয়া পর্যন্তই না, উনারা স্টুডেন্টদের জন্য একদম সুন্দর করে একটি দৈনন্দিন রুটিনও বানিয়ে দেন। আর ভালো কাজের জন্য উৎসাহ দিয়ে থাকেন।যেমন -সাদাকাহ্ প্রদান করা। "OFWM" মানেই ভালো কিছু "OFWM" মানেই নতুন কিছু। অনেক অনেক দুআ ও ভালোবাসা আমার প্রিয় "OFWM" এর জন্য।❤️ এইভাবেই OFWM এর মাধ্যমে পুরো পৃথিবীব্যাপী দ্বীনশিক্ষা ছড়িয়ে পড়ুক। রব্বুল আলামীন আমাকে শেষ নিশ্বাস পর্যন্ত "OFWM" এর সাথে লেগে থাকার তৌফিক দান করুক, আমীন। "I am proud to be an OFWMIAN"❤️✨
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান মহান রবের প্রতি, যিনি আমাকে OFWM এর মতো দ্বীনি একটি প্রতিষ্টানে পড়ার তৌফিক দিয়েছেন।আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।❤️ OFWM এ ভর্তি না হলে জানতেই পারতাম না যে দুনিয়াবি কোন স্বার্থ ছাড়া শুধুমাত্র মহান আল্লাহ্ তায়ালার সন্তুষ্টির জন্য ফ্রিতে এত সুন্দর সাবলীল ভাবে দ্বীনি শিক্ষা দান করা যায়,তাও আবার অনলাইনে। OFWM কে নিয়ে যত লিখবো তাও কম পরে যাবে।আর সম্মানিতা উস্তাজাদের কথা না বললেই নয়, উনারা এত সুন্দর সাবলীল ভাবে আমাদের পড়ান যা কল্পনার বাইরে,কি মধুর ভাষা,কি ধৈর্য্য,কি মিষ্টি ব্যবহার, যে কেও প্রেমে পড়তে বাধ্য। আমি শুধু চিন্তা করি কিভাবে পারেন আমরা এত এলোমেলো করার পরেও বার বার ধৈর্যের সাথে আমাদেরকে সুন্দর ভাবে সব বিষয় বুঝিয়ে দিতে।একটা প্রতিষ্ঠানের সব উস্তাজা কিভাবে এত ভালো হয় আমার বুঝে আসে না।আমি আর কোথাও এমন দেখি নাই। খুব ভালোবাসি প্রিয় প্রতিষ্ঠান OFWM কে এবং সকল সম্মানিতা উস্তাজাদের কে।দোয়া করি প্রিয় প্রতিষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাক। আমার জন্য সবাই দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন প্রিয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারি। আমিন🤲
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্ প্রথতেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে আমাকে OFWM এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্রী । আমি কোনো দিন ভাবিনি OFWM এর মতো একটা প্রতিষ্ঠানের সাথে আমার পরিচয় হবে আলহামদুলিল্লাহ । OFWM এর উস্তাজাদের ব্যবহার এতোই মাধুর্যতায় ভরপুর যা আমি OFWM এর সাথে পরিচয় হওয়ার আগে কোনো দিন কল্পনাও করিনি মানুষের ব্যবহার এতোই সুন্দর হতে পারে। উস্তাজারা খুবই মার্জিত ভাবে পড়া গুলো বুঝিয়ে দেন। প্রত্যেক টা কোর্স একদম ফ্রি তে নেওয়া হয়ে থাকে উস্তাজাগুলো মহান আল্লাহ্ রব্বুল আলামিন কে খুশি করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দুনিয়া স্বার্থ ছাড়া। আমি তো মুগ্ধ হয়ে যাই উস্তাজা দের ব্যবহার দেখে আহ্ কতই না মাধুর্যতা কন্ঠে এতো মায়া। আল্লাহ্ রব্বুল আলামিন OFWM কে কিয়ামতের আগ পর্যন্ত টিকিয়ে রাখুন আমিন 🤲 আমি যত দিন বেঁচে থাকি মহান রব্বুল আলামিনের কাছে শুধু এতটুকুই চাইব OFWM থেকে আমাকে যেন বঞ্চিত না করে আমিও একদিন এই প্রতিষ্ঠানের উস্তাজা চাই আল্লহ্ রব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। ভালোবাসার আরেক নাম OFWM 🥰🥰🥰🥰🥰🥰 OFWM তুমি ঠিকে থাক কিয়ামতের আগ পর্যন্ত 🥰🥰OFWM ছাড়া আমি এখন চলতেই পারি না আমি নৃত্য দিনের সঙ্গী এভাবেই সারা জীবন আমার সঙ্গী হয়ে থেক প্রিয় মাদ্রাসা OFWM🥰🥰🥰🍀
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,,, আমি একজন জেনারেল পড়ুয়া ছাএী,, জীবনে জেনারেল পড়াকে সবার আগে গুরুত্ব দিতাম, যে সমাজে নাম করতে হবে,, মা বাবার ইচ্ছে পূরণ করতে হবে এই সব ধারণা নিয়েই এস,এস,সি দিলাম, ইন্টারমেডিএট এ উঠে পদা শুরু করলাম, তার পড়েই আমার বান্ধবী ত্বনী আমাকে এই মাদরাসা নিয়ে বলতো, অনেক হেয়ালি করতাম,, সময় হবে না আরো কত কি,, কিন্তু কিভাবে জানি আল্লাহ আমাকে বুঝ দান করলেন, সামনের রমাদান মাসে আমি রমাদান ও আত্মশুদ্ধির কোর্সে ভর্তি হই, আলহামদুলিল্লাহ,, পুরো রমাদান মাসে অনেক ভলো ভাবে নিজের ভুল, দোষ, বেখেয়ালি আচরণ, সকল কিছু উপলব্ধি করতে পেরেছি,, কোর্স থেকে অনেক কিছু শিখেছি,, আলহামদুলিল্লাহ যা আমার বাস্তব জিবনে অনেক দরকার ছিলো,, এর পর কুরআন মাজিদ শিক্ষা কোর্স এ যুক্ত হলাম, মাদরাসার নিয়ম, উস্তাজাদের ব্যবহার আমাকে এটা বুঝিয়েছে জিবনকে আল্লাহর জন্য কিভাবে উজার করে দিতে হয়,, মাদরাসা ইসলামিক অনুষ্ঠানে সিরাত,, নসিহা আমাকে এটা বুঝিয়েছে দুনিয়ায় আমরা কিছু সময় নিয়ে এসেছি, যার প্রতিটা মূহুর্তে জবাবদিহিতা আল্লাহ রব্বুল আলামীনকে দিতে হবে,,, ধীরে ধীরে মাদরাসাকে এতো টাই ভালোবাসে ফেলেছি যে লিখতে লিখতে চোখে পানি এসে যাচ্ছে,, আসলে কখনো ভাবি নি আল্লাহ আমাকে এত সুন্দর নিয়ামত হিসেবে প্রিয় মাদরাসাকে দিবেন,, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আজ আমাদের বিদায়ক্ষণ এসে গেছে,,, যতোটা কষ্ট অনুভব হচ্ছে তার থেকে বেশি প্রশান্তি অনুভব হচ্ছে যে আমি নাজেরা কোর্সে অংশগ্রহণ করতে পারবো, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ,, আল্লাহ রব্বুল আলামীন মাদরাসাকে সারাজীবন দ্বীনশিক্ষা দানের তৌফিক দান করুক, সকল উস্তাজা কে নেক হায়াত ও রিজিক দান করুক, অনেক ভালোবাসি প্রিয় মাদরাসাকে,, 🌺
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু.. ভালো লাগার আরেক নাম Online Free Women's Madrasah-OFWM.. লাখ লাখ শুকরিয়া সেই রবের দরবারে যিনি আমাকে OFWM এর সাথে যুক্ত হয়ে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করেছেন। কোরআন পড়তে পারতাম ঠিকই,তবে সহিহ শুদ্ধ ভাবে নয়,যা নিয়ে বেশ চিন্তিতই ছিলাম। হঠাৎ একদিন OFWM এর সন্ধান পাই এবং সাথে সাথেই যুক্ত হয়ে যায়। যা ছিল আমার জন্য আমার রবের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত..❤️ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল..🌼 আমি OFWM কেও অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আমার মতো হাজারো জেনারেল লাইনে পড়ুয়া মেয়েদের দ্বীনি ইলম অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য। ভাবা যায় আজকের এই দিনেও অনলাইন প্লাটফর্মে বিনামূল্যেই এতো সুন্দর ও সাবলীলভাবে কোনো প্রতিষ্ঠান সেবা প্রধান করে যাচ্ছে,মাশাআল্লাহ। সম্মানিতা উস্তাজা আপুমনিরা এতো এতো ব্যস্ততার মধ্যেও এতটা ধৈর্য নিয়ে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা-ও আবার বিনা পারিশ্রমিকে শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য।এই প্রতিষ্ঠানের নিয়মকানুন, উস্তাজাদের ব্যবহার,ধৈর্যশীলতা সব কিছু মিলিয়ে মুগ্ধ করার মতো আর যা ঠিকই আমার মতো আরো হাজারো দ্বীনি বোনকে মুগ্ধ করে রেখেছেন,মাশাআল্লাহ.. 🖤 আল্লাহ তায়ালা আমাদের সকল প্রানপ্রিয় সম্মানিতা উস্তাজা আপুমনিদের উত্তমরূপে কবুল করুক এবং আমাদের সকলকেই OFWM এর সাথে শেষ অব্ধি টিকে থাকার তৌফিক দান করুক আমিন...🌸🌿
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ 💖 প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামীনের যিনি আমাকে #Online Free Women's Madrasha এ কুরআন সহিহভাবে শিখার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ ,,, আল্লাহ রব্বুল আলামীন আমাকে আরও একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন।আমার উস্তাজা আপামনিরা সকলেই অনেক অনেক ভালো। উস্তাজা আপামনিদের কথা না শুনতে পেলে ভালো লাগে না।বড্ড ইচ্ছে হয় আপামনিদের জড়িয়ে ধরতে। আল্লাহর জন্য আপামনিদের ভালোবাসি 🥰🥰 আমার ও অনেক বড় স্বপ্ন দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত করার । আল্লাহ তাআলা যদি চান আমি ও একদিন উস্তাজা হবো,,,, ইংশা আল্লাহ 💕🥰
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে Online Free Women's Madrasah এর শিক্ষার্থী হওয়ার তাওফিক দিয়েছেন। ফেতনাময় অনলাইনে OFWM যেন এক সবুজ শ্যামল তট। ফ্রি-তে এতো সুন্দরভাবে দ্বীনী শিক্ষা দেওয়া যায় তা-ও আবার অনলাইনে, এটা OFWM এ ভর্তি না হলে আমি জানতামই না। OFWM জেনারেল পড়ুয়া দ্বীনে ফেরা বোনদের জন্য আল্লাহর এক বিশাল নিয়ামত। হৃদয়ের গভীর থেকে ভালোবাসি হে OFWM.... তুমি শিখিয়েছ কিভাবে দিতে হয় শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। কিভাবে রবের জন্য কাছে টেনে নিতে হয়।🌹 আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤️মহান রাব্বুল আলামিনের প্রতি লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকেOFWM এ পড়ার সুযোগ করে দিয়েছেন। দ্বীনি শিক্ষার জন্য আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছেন। OFWM না পরলে বুঝতে পারতাম না। কত সুন্দর একটা দ্বীনি প্রতিষ্ঠান। এরপর আমাদের সকল ওস্তাজা আপুমনিদের অনেক অনেক শুকরিয়া জানাই ।জাযাকাল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরা । অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেওয়া জন্য।।🌹🌹🌹
💞আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ 💞 আলহামদুলিল্লাহ আমি আমার প্রিয় প্রতিষ্ঠান OFWM এ আবারোও একটি কোর্স করার সুযোগ পেলাম। শুখরিয়া জানাই মহান রব্বুল আলামীনের দরবারে যিনি আমাকে দীর্মা ১মাসের উপরে অপেক্ষার পর "কুরআন শিক্ষা কোর্সটি" করার সুযোগ করে দিয়েছেন,,,,,আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ 🥰 আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল... 😊😊 আমি আবারও শুকরিয়া জানাই OFWM এর প্রতিষ্ঠাতা এবং সম্মানিতা মিষ্টি উস্তাজা আপুমনিদের যারা আমার মতো জেনারেল পড়ুয়া স্টুডেন্টদের দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে। জাঝাকিল্লাহু খইরন ফিদদুনইয়া ওয়াল আখিরাহ....সম্মানিতা প্রিয় মিষ্টি আপুমনিরা..🥰🥰🥰🥰 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি তিনি যেন আপনাদের এই দ্বীনি মেহনতগুলো কবুল করে নেন এবং OFWM প্রতিষ্ঠানটি কে যেন আপনাদের জান্নাত যাওয়ার ওছিলাহ করে দেন। আমিন ছুম্মা আমিন.... 🤲🤲 আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন সহিসালামতে সুন্দর ও সাবলীলভাবে কুরআন শিক্ষা কোর্সটি সম্পন্ন করতে পারি,, নিজে যেন শিখতে পারি আর অন্যদেরকেও যেন শেখাতে পারি। কারণ রসূলুল্লাহ ছল্ললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,, "তোমাদের মধ্যে সর্বোত্তোম ঐ ব্যক্তি যে নিজে কুরআন মাজিদ শেখে এবং অপরকে তা শিক্ষা দেয়"(আল হাদিস) আনা উহিব্বুকা ফিল্লাহ প্রিয়রা❤️🥰 জাঝাকুমুল্লহু খইরন ফিদদুনইয়া ওয়াল আখিরাহ সম্মানিতা আপুমনিরা🤲 আল্লাহ তায়ালা সকলকে তার দ্বীনের পথে কবুল করে নিক,, আমিন 🤲
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্! প্রথমে-ই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তার যিনি আমাকে #Online_Free_Women's_Madrasah_OFWM এর সন্ধান দিয়েছেন এবং দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করেছেন,আলহামদুলিল্লাহ আ'লা কুললি হাল। #OFWM আমার জন্য রবের এক বিশেষ উপহার।যখন আমি চিন্তিত ছিলাম, পেরেশানিতে ভুগছিলাম কিভাবে কুরআন শিখবো, কোথা থেকে শিখবো, তখন সন্ধান মিলে OFWM-এর মতো সেরা একটি প্রতিষ্ঠানের। হুম আমার দেখা সেরা একটি প্রতিষ্ঠান #OFWM....এই প্রতিষ্ঠনের প্রশংসা করে এই দুই লাইন লেখার মাধ্যমে শেষ করা সম্ভব না। আমাদের এই প্রতিষ্ঠানে হাতে কলমে যেভাবে শিখানো হয় টাকা দিয়েও এতো সুন্দর করে শিখা যায়না। আমাদের উস্তাজা আপুমনিদের কথা না বললেই নয়!তাদের ধৈর্য পড়ানোর ধরন মুগ্ধ করার মতো, কেউ মুগ্ধ না হয়ে থাকতেই পারবেনা। ফ্রীতে শিখায় তাও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তবু কত ধৈর্য, ভালোবাসা আর সম্মানের সহিত শিখান। আমরা কতটাই না বিরক্ত করি,এতো করে বোঝানোর পরও একই প্রশ্ন বারবার করি তবুও উস্তাজা আপুমনিরা বিরক্ত হন না,একটি বারও ধমক দেননা ধৈর্যের সাথে কত সুন্দর করে আমাদের পড়াগুলো বারবার বুঝিয়ে দেন। আমাদের এখানে কেউ স্কুলে,কেউ কলেজে/ভার্সিটিতে পড়ে আবার অনেকেই বিবাহিত। এইযে আমরা এতো বড় হয়েও কুরআন পড়তে পারিনা তবুও উস্তাজা আপুমনিরা একটি বারও ছোট করে কথা বলেন না। সত্যি বলতে উস্তাজা আপুমনিদের কাছ থেকে আমি যতটা সম্মান ভালোবাসা পেয়েছি তা আমি কারো কাছ থেকেই পাইনি। মাঝে মাঝে খুব আপসোস হয় কেন আরও আগে এই প্রতিষ্ঠানের সন্ধান পেলাম না, তাহলে তো আরও অনেক বেশি শিখতে পারতাম। তবুও রবের নিকট লাক্ষো কোটি শুকরিয়া দেরিতে হলেও #OFWM এর মতো সেরা একটি প্রতিষ্ঠানের সন্ধান তো পেয়েছি...আলহামদুলিল্লাহ। মহান রব আমাকে এই প্রতিষ্ঠানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত যুক্ত থাকার তৌফিক দান করুন...আমিন। মহান রব্বুল আলামীন আমাদের #OFWM-এর প্রতিষ্ঠাতা এবং আমাদের সকল উস্তাজা আপুমনিদের উত্তম প্রতিধান দান করুন। জাযাকিল্লাহ খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ সম্মানিতা উস্তাজা আপুমনিরা!
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্ OFWM কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আমার মত জেনারেল লাইনের মানুষের জন্য আশির্বাদ হয়ে এসেছে। আমি OFWM সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি
আসসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমনিরা ও সহপাঠী আপুমনিরা🌺🥀🌸 প্রথমেই মহান রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া জানাই 🥺🌺আলহামদুলিল্লাহি আ'লা কুল্লি হাল 🥀🌺🌸🌼,, যিনি আমাকে এরকম একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে কুরআন শিক্ষা কোর্স্ টি সম্পূর্ণ করার পথে তোফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🥀🌸🌼 এবার আসি আমার স্বপ্নের কোর্স্ টির প্রসঙ্গে , যদিও এই প্রতিষ্ঠান সম্পর্কে বলে শেষ করতে পারব না 🥺🌹🌷,, যা কিছু দিয়েছে এই প্রতিষ্ঠান ,সত্যি অনলাইন জগতেও যে আমরা এভাবে এতো সুন্দর বিশুদ্ধভাবে দ্বীনী শিক্ষা অর্জন করতে পারি তার একটি জ্বলন্ত উদাহরন OFWM 🌼🥀🌺 প্রানপ্রিয় উস্তাজা আপুমনিদের যে মহান রব্বুল আলামিন এতো এতো ধ্যর্য দিয়েছেন , সাথে তাদের মিষ্টি মিষ্টি কথা , সদ আচরণ ,আর এত মেধা ,, সত্যি আল্লাহ তাঁয়ালা চাইলে কি না করতে পারে 🌺🥀💖,,, সারাক্ষন প্রতিটি গ্রূপে তারা যেন একেক জন ভিন্ন ভিন্ন ফুলের মতো সুন্দর মনের 🥰🌸🥀 আল্লাহ তাঁয়ালা উত্তম প্রতিদান দান করুক সমস্ত উস্তাজা আপমণিদের ,, আর আমরা যারা শিক্ষাথী আছি আমাদেরও যেন উস্তাজাদের মতো হওয়ার তোফিক দান করেন আমিন আমিন আমিন 🌼🥀🌺🌸🌸🌷🍀🍂🌹🌷 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকিল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ 🥀🌺🌸🌼 কি আর বলবো যত বলবো কম পরে যাচ্ছে 🥺🥺 ,,, আল্লাহ যেন আমাকেও কবুল করেন এই প্রতিষ্ঠানে সকল কোর্স গুলো সম্পূর্ণ করার আমিন 🤲,, সবাই আমার জন্য এবং এই প্রতিষ্ঠানের সকল উস্তাজা আপমণিদের জন্য দুয়া করবেন ।।।
আসসালামু আলাইকুম সম্মানিতা মিষ্টি উস্তাজা আপু মনিরা। আল্লাহ তায়ালার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমাকে OFWM এ পড়ার সুযোগ করে দেয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।। জেনারেল থেকে শুরু আমার জীবন।OFWM আমার জন্য আল্লাহর দেয়া একটি নেয়ামত।। আলহামদুলিল্লাহ। ভালবাসার একটি প্রতিষ্ঠান হলো OFWM❤️❤️. ভালোবাসি প্রায় প্রিয় মিষ্টি উস্তাজা আপু মনিদের যারা আমাদের অনেক স্নেহের সাথে পাঠদান দিয়েছেন। মহান আল্লাহ তায়ালার কাছে প্রান খুলে দোয়া করি আল্লাহ তায়ালা তাদের উওম বারাকা দান করুন, সুস্থ রাখুন, দীর্ঘ আয়ু দান করুন।।। আমিন সুম্মা আমিন। আল্লাহ তায়ালা উস্তাজা আপু মনিদেরকে উত্তমরূপে কবুল করুন আমিন আমিন সুম্মা আমিন।। পরি শেষে আল্লাহ তায়ালা মহান রহমানির রহিম ইয়া যুল জালালি ওয়াল ইকরম OFWM সাথে জরিত সকল আপু মনি ও উস্তাজা কে সঠিক ভাবে আমল করার তাওফিক দান করুন আমিন সুম্মা আমিন।।
🌹🌼اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُه🌹🌼 রব্বুল আলামীন এর অশেষ রহমতে প্রিয় জামিয়া কে এই অনলাইন জগতে পেয়েছি আলহামদুলিল্লাহ,,অনলাইন প্রতিষ্ঠীন যে একদম অফলাইন প্রতিষ্ঠানের বিকল্প সেটা এই প্রিয় ofwm এ যুক্ত না হলে বুঝা সম্ভব নয়, জেনারেল পড়ুয়া হয়েও সুন্দর সুন্দর আরবী হাতের লেখা হয় এর ডিস্ট্রান্ত প্রমাণ প্রিয় ofwm,একের অধিক কোস করেছি প্রিয় মাদ্রাসায়,মনে তো হয় সব গুলোই করি, কিন্তু একসঙ্গে কি আর সম্ভব,, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ করব ইং শা আল্লহ্ , শিরাহ কোস, কোরানিক প্রশ্ন উত্তর কোস,আদব ও সুন্নাহ কোস,কুরআন শিক্ষা কোস,আসমাউল হুসনা কোস,নামাজ শিক্ষা কোস, পরবর্তীতে আরো কোস করবো ইং শা আল্লাহ্,মনোরম পরিবেশে সম্মানিতা প্রান প্রিয় মিষ্টি ওস্তাযা আপুমনিরা দ্বারা আমাদের ক্লাস গুলো হয়,,মাশাআল্লাহ তাদের কথা শুনলেই যেনো অন্য জগতে আবিষ্কার করি নিজেকে,, কখন ও প্রেমে পড়েন নেই🤭কিন্তু আমি বলছি বোন আপনে প্রেমে পড়তে বাধ্য হবেন,যদি যেকোনো একটি কোস করেন আমি কথা দিচ্ছি আবার আবার আর কোস করতে চাইবেন, শুধু একটি কোস করেই দেখুন,প্রেম কত প্রকার ও কি কি সব বুঝে যাবেন,আপনাকে কিছুই করতে হবে না সম্মানিতা প্রান প্রিয় বোনেরা শুধু একটি ক্লাস ব্যাস,,,একদম ফ্রি তে পড়ানো হয় তাও এত সুন্দর ও সাবলীন ভাবে সেটা কাছে থেকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব,,, রব্বুল আলামীন আমাদের সকল কে প্রিয় মাদ্রাসার জন্য কবুল করে নিন আমিন সুম্মা আমিন ✍️مسمد كنيز فاطمة
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আমার শিক্ষা জীবনের সবচেয়ে প্রিয় ও ভালোবাসার প্রতিষ্ঠান হলো OFWM।যেখানে পড়ে আমি জানতে পেরেছি কিভাবে আল্লাহ তা'লার আনুগত্যে জীবন কাটাতে হয়।এই প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর একটি দিক হলো উস্তাযা আপুমনিদের আচরণের মাধুর্যতা।যা আমার মন ছুঁয়ে যায়।আমি জেনারেল লাইনে পড়লেও সবসময় কেনো যেনো,মাদ্রাসা আমাকে টানতো।কিন্তু আমি মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নি।মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে আমি পেয়েছি আমার কাঙ্ক্ষিত মাদ্রাসা OFWM।সর্বপ্রথম রমাদান ও আত্মশুদ্ধি কোর্সের মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হই।তারপর একাধারে কোরআন শিক্ষা কোর্স,সুনান ও আদব কোর্স ও নাজেরা কোর্সে যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার জীবনের সর্বোত্তম পাওয়া হলে OFWM।যার খেদমতে আমি আমার সারাজীবন দিতে চাই ইংশাআল্লাহ ❤️❤️। দোয়া করি মহান রাব্বুল আলামিন প্রিয় প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কায়েম রাখুন এবং যাঁরা কেবলমাত্র আল্লাহ তা'লার সন্তুষ্টির জন্য আমাদের কে দ্বীনের পথে ডাকছেন, দ্বীনের পথে খেদমত করছেন তাদেরকে উত্তম বিনিময় দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রথমেই সমস্ত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামীন প্রতি যিনি আমাকে দ্বীনের বুঝ দান করেছেন এবং দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কবুল করেছেন। যথাযথভাবে আল্লাহ রব্বুল আলামীনের ফরজ ইবাদাতগুলো পালনের উদ্দেশ্যে নামাজ, কুরআন পাঠের সহিহ শুদ্ধতা আনার জন্য, দ্বীনকে ভালোভাবে জানার জন্য এবং দ্বীনি জ্ঞান লাভের জন্য যখন আমি পিপাসার্ত ছিলাম তখনই OFWM এর সন্ধান পাই।এই প্রতিষ্ঠান সম্পর্কে জানার পর একটু অবাকও হয়েছিলাম বটে। ভেবেছিলাম এমনও হয় পৃথিবীতে, কোনো বিনিময় কিংবা প্রতিদান ছাড়া শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য দ্বীনের শিক্ষা দান করা যায়।অনেকটা কৌতহল নিয়েই OFWM এ কুরআন শিক্ষা কোর্সে যুক্ত হয়।ওয়াল্লহি, আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক গুন বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। এর আগে অনেক ফ্রি অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়েছি।কিন্তু OFWM-এর উস্তাজা আপুনিদের অহংকারমুক্ত এবং শান্তিপূর্ণ আচরণ, ভালোবাসা, স্নেহ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এবং দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আরো উৎসাহিত করেছে। সহপাঠী আপুমনিদের হিংসা এবং বিদ্বেষমুক্ত আচরণও আমাকে মুগ্ধ করেছে এবং ক্লাসের প্রতি মনোযোগী করে তুলেছে।এত এত মিষ্টি সহপাঠী আপুমনিদের পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি। OFWM এর প্রতিষ্ঠাতা, প্রত্যেক উস্তাযা আপুমনি এবং প্রত্যেক শিক্ষার্থী আপুমনিদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল মহান আল্লাহ রব্বুল আলামীন কাছে, যেন তাদেরকে উত্তমরূপে কবুল করেন এবং আল্লাহ রব্বুল আলামীন যেন আমাকে OFWM এর খেদমতের জন্য কবুল করেন।💝 আমার যে সকল দ্বীনি বোনেরা সম্পূর্ণ ফ্রিতে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চান, তাদের OFWM এ সাদরে আমন্ত্রিত করছি।এখানে আপনারা দ্বীনি শিক্ষার পাশাপাশি কিছু নরম হৃদয়ের মানুষ পাবেন যারা অনেক সময় আপনার অন্তরের প্রশান্তিরও কারণ হবে ইংশা-আল্লহ 💝।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু । শুকরিয়া সেই মহান রবের যিনি আমাকে OFWM এর সন্ধান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট। দ্বীনে ফেরার পরে দ্বীনি ইলম অর্জনের জন্য সব সময় একটা ভালো মাদ্রাসার সন্ধান করতে থাকি । যেখানে থাকবে না কোনো ফেতনার ভয় । আলহামদুলিল্লাহ রবের রহমতে OFWM এর খোঁজ পেয়ে যাই । রবের কাছে যেমনটা চেয়েছি তিনি তার থেকে বেশিই। দিয়েছেন । আমি OFWM এর কুরআন শিক্ষা কোর্স কমপ্লিট করেছি এবং এখন মাসনুন দোয়া কোর্সে আছি । এই পুরো সময়টাতে উস্তাজা আপুমনিদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাদের ব্যবহার খুবই চমৎকার । আমাদের মাদ্রাসায় সাদকাহ ফান্ডের যেই ব্যবস্থা রয়েছে এটি আমার খুব পছন্দের। আমাদের মাদ্রাসার আরো একটি বিশেষ গুরুত্ব হচ্ছে এটি সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত হয় তাই এখানে ফেতনার কোনো ভয় নেই । আর সম্মানিতা উস্তাজা আপুমনিদের পরিশ্রম, তাদের সুন্দর ব্যবহার বারবার আমাকে বিমোহিত করে। আলহামদুলিল্লাহ । তারা শুধু মাত্র রবের সন্তুষ্টির জন্য এতো পরিশ্রম করেন । আল্লাহ আমাদের কবুল করুন। মৃত্যুর আগে পর্যন্ত যেনো OFWM এর সাথে থেকে দ্বীনের পথে কাজ করতে পারি ।
আসসালামু আলাইকুম,,,,আল্লাহর অশেষ রহমতে OFWM প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরেছি। দ্বীনের পথে চলার জন্য এই প্রতিষ্ঠানের সকল উস্তাজারা উৎসাহ দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রি তে এত এত গুরুত্ব দিয়ে পড়ানু হয়,,, আমার দেখা সেরা প্রতিষ্ঠান। আল্লাহর জন্য সকল উস্তাজা আপুমনিদেরকে অনেক ভালোবাসি।💞
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 🌺🌸। সর্ব প্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামীন এর যিনি আমাকে Online free women's madrasha এর একজন শিক্ষার্থী হিসেবে কবুল করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং উনার পরিবার ও সাহাবীগনদের উপর 🌸🌺 আলহামদুলিল্লাহ আমি একজন জেনারেল পড়ুয়া। মহান রবের করুনা হয়েছে বিধায় হঠাৎ ই ফেসবুক স্ক্রলিং করতে করতে প্রিয় প্রতিষ্ঠান OFWM এর খোঁজ পেয়েছিলাম। এইখানে আমার সর্বপ্রথম কোর্স ছিল রমাদান ও আত্মশুদ্ধি । আলহামদুলিল্লাহ এই কোর্সের মধ্যে দিয়েই আমার ইলম অর্জনের যাত্রা শুরু হয়েছিল অনলাইন এ। এরপর কুরআনিক প্রশ্ন উত্তর, কোরআন শিক্ষা কোর্স আর আলহামদুলিল্লাহ এখন নাজেরা কোর্স এ সুযোগ পেয়েছি। এখানের প্রত্যেক টা কোর্স এই সম্মানিতা উস্তাজা আপুমনি রা এতো টা ডেডিকেটেড এর সহিত পড়িয়ে থাকেন মা শা আল্লাহ। মহান আল্লাহ তাআলা প্রত্যেক উস্তাজা আপুমনি দের কেই যেন উত্তম রূপে কবুল করেন সাথে আমাদের এই দ্বীন শিক্ষার সফরকে ও। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একদম ফ্রি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যা কিনা হাজার ও বোনেদের জন্য একটা রহমত স্বরূপ । আমি তো আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া যে মহান রব আমার মতো একজন গুনাহগার কে এমন দ্বীনি একটা পরিবেশের সুযোগ দিয়েছেন। ইং শা আল্লাহ মহান রব চাহেন তো আজীবন এই প্রতিষ্ঠানকে ভালোবেসে এই প্রতিষ্ঠানের সাথে ই থাকতে চাই আল্লাহ তাআলা কবুল করুক আমাদের প্রত্যেক কে 🌸🌺
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্🌸🥀 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল 🤍 সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর যিনি আমাকে OFWM এর মতো একটা ফ্রী দ্বীনি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন। অনলাইনে আমার দেখা সবচেয়ে সুন্দর, সাবলীল এবং ফ্রী দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে OFWM💟💟 যেখানে ফ্রীতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল 💗 ২০২৪ সালে আল্লহর পক্ষ থেকে পাওয়া আমার জীবনের সেরা উপহার হচ্ছে OFWM💌🌸 যাকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারি না🥀🥀 আমি জেনারেল লাইনে লেখাপড়া করি। মাদরাসায় পড়ার অনেক ইচ্ছা ছিল। কোনদিন ভাবিনি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লহ তায়ালা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছেন OFWM এর মতো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে🌸 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লহর প্রতি যতই শুকরিয়া আদায় করিনা কেন কম হয়ে যাবে। OFWM এ আমার করা প্রথম কোর্স কুরআনিক প্রশ্নোত্তর কোর্স। প্রথম যখন কুরআনিক প্রশ্নোত্তর কোর্স এর প্রথম ক্লাস করি সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা Anika Binte Forid আপুমণির কথা বলা,, পড়ানো আমাকে এতটা মুগ্ধ করেছে বলে বুঝাতে পারবো না।এত সুন্দর সাবলীল এবং ধৈর্য সহকারে পড়াতেন মাশাআল্লহ আলহামদুলিল্লাহ 💟🥀তখন থেকেই OFWM এর প্রতি, এবং সকল সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজাদের প্রতি, ভালোবাসা বহুগুনে বেড়ে গিয়েছে। আমি কোনদিন অনলাইনে ক্লাস করিনি এটাই ফার্স্ট ছিল আমার জীবনে। যখন ক্লাস করতাম তখন আমার যেটুকু মনে হয়েছিল অফলাইনে যেটুকু পড়ানোর প্রতি গুরুত্ব দেওয়া হয় তারচেয়ে অনলাইনে শতগুণে পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়।দ্বীনের প্রতি মনোযোগী হতে আমাদের উৎসাহিত করেন।বিশেষ করে কুরআনিক প্রশ্নোত্তর কোর্স টা করার পর নিজেকে একটু একটু করে পরিবর্তন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমার জীবনে বড় পাওয়া। সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা Anika Binte Forid আপুমণি কে কোনদিন ও ভুলবো না ইংশাআল্লহ। প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণির ক্লাস করেই অন্য কোর্সে ভর্তি না হয়ে থাকতে পারিনি।অনেক মিস করতাম OFWM এর ক্লাস গুলো।একদিন ক্লাস না হলে ভালো লাগতো না। ক্লাস এর জন্য অপেক্ষায় থাকতাম।এটা কোর্স শেষ করে আবার রমাদান ও আত্মশুদ্ধি বিপ্লব কোর্স কমপ্লিট করলাম।কুরআন সহিহ করে পড়ার অনেক ইচ্ছা ছিল অবশেষে রমাদান কোর্স শেষ করার পর নোটিশ দেখি কুরআন শিক্ষা কোর্সের। তখন আবার ও ইচ্ছা পূরণ করতে ভর্তি হয়ে গেলাম। তারপর থেকেই প্রিয় OFWM এর সাথে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ 🤍এখন কুরআন মোটামুটি সহিহ করে পড়তে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় OFWM এবং সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণিদের সম্পর্কে কি বোর্ডের মাধ্যমে লিখে প্রকাশ করার মতো না,, করলেও কম হয়ে যাবে। তবুও না বলে থাকতে পারলাম না,,,,,সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণিরা এততত সুন্দর, সাবলীল এবং ধৈর্য সহকারে পড়ায় মাশাআল্লহ আলহামদুলিল্লাহ বলে শেষ করা যাবে না।এক কথায় অসাধারণ 💟💟💓 সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণিদের থেকে যে ভালোবাসা পেয়েছি অন্য কোথাও পায়নি। এটা বলতে পারি আমার মতো যদি কেউ একবার প্রিয় OFWM এর কোন কোর্সে ভর্তি হয়,, তাহলে বের হতে চাইবে না ইংশাআল্লহ 🥀 আমার মতো সারাজীবন যুক্ত থাকতে চাইবে।দ্বীনের পথে চলতে প্রিয় OFWM এর সাথে যুক্ত থাকতে হবে আমাকে।আল্লহর কাছে একটাই চাওয়া আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত প্রিয় OFWM এর সাথে যুক্ত থাকতে পারি। আল্লহর জন্য সকল সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি 💌💌আনা উহিব্বুকি ফিল্লাহ্💟💟💟 মহান রব্বুল আলামীন এ প্রতিষ্ঠানের জড়িত সকল সম্মানিতা প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমণিদের দ্বীনের পথে অটুট রাখুন,, ইলমে বারকাহ্ দান করুন এবং সারাজীবন এভাবেই দ্বীনি খেদমত করার তৌফিক দান করুন,আমিন। অনেক অনেক জাঝাকুমুল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ্💞💙
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ 🌸🌸আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার কোটি শুকরিয়া মহান রব্বুল আলামীন কাছে,,,যিনি আমানে online free women's Madrassah তে পড়ার সুযোগ করে দিয়েছেন,,,কুরআন শিক্ষা কোর্স শেষ করার সুযোগ দিয়েছেন, আরবি লেখা এবং সহিহ শুদ্ধ ভাবে কুরআন শিখার তৌফিক দান করেছেন, সম্মানিতা উস্তাজা আপু মনি দের কে নিয়ে আর কি বলবো তাদের বিষয়ে লিখতে গেলে মনে হয় লেখা শেষ হবে না, উস্তাজাদে আচরণ, ব্যবহার, ধৈর্য মাশাআল্লাহ , আল্লহ রাব্বুল আলামীনের জন্য আপনাদেরকে ভালোবাসি,🌸💗
🌿আলহামদুলিল্লাহ প্রথমে শুকরিয়া জ্ঞাপন সেই মহান রব্বুল আলামীনের দরবারে,যার অশেষ কৃপায় আমি এই অনলাইনের মাধ্যমে শত শত বোনদের মধ্য থেকে দ্বীনি মজলিসে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি।।মানবতার মুক্তির দিশারি হযরত মোহাম্মদ (সাঃ), যাকে সৃষ্টি না করা হলে এই বাংলার জমিনে একটা বালু কনাও সৃষ্টি হত না।তার দরবারে আমি দরুদ ও সালাম পেশ করছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমার অন্তর ও অন্তরস্থ থেকে আমার প্রিয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিতা অবিভাবক,সম্মানিতা ওস্তাজা ও সহপাঠী শিক্ষার্থী বোনদের কাছে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দ্বীন শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করে দিয়েছেন মহান রব্বুল আলামীন। আমি কুরআন তেলাওয়াত করতে পারতাম কিন্তু ছহিহ ভাবে হত না,, ছহিহ ভাবে কুরআন না পড়তে পারলে গুনাহ হয়ে যায়।যা আমরা সকলেই অবগত। তাই আমি আমার প্রিয় প্রতিষ্ঠান ওমেনস মাদ্রাসায় এই সুযোগ টি পেয়ে কুরআন শিক্ষা কোর্স করতে সক্ষম হয়েছি। ""মানুষের জীবন বহতা নদীর মত। নদী যেমন সদা প্রবাহমান, জীবনও তেমনি এক একটি স্তর পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যের পথে অগ্রসরমান। জীবনের বাঁকে বাঁকে পরতে পরতে অনেক স্মৃতি, জানা অজানা কথামালা মানসপটে ভেসে ওঠে। স্মৃতির দুয়ারে বার বার উঁকি দেয় ফেলে আসা সেই সব স্মৃতিময়, গীতিময় দিনগুলি। " প্রিয় ওস্তাজাদের পরিশ্রমের মাধ্যমে বিদ্যাপীঠটির একটি শক্ত ভিত্তি স্থাপন করেন। আর এই প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। "অনলাইন ফ্রী ওমেনস মাদ্রাসা" আমার একটা প্রিয় প্রতিষ্ঠান যা আমি আমার মৃত্যু অব্দি এই প্রতিষ্ঠানেই থাকতে চাই,,,আমার আশা আমি আজ এখানে শিক্ষা অর্জন করে! আমি আবার আমার ক্যারিয়ার দিয়ে শিখাতে চাই ইংশাআল্লাহ। আমার অনেক কিছু বলার ছিল কিন্তু বলার মত সুযোগ পাইনি,, সংক্ষিপ্ত ভাবে বলার অনুরোধ করেছেন তাই আমি আমার কথা এখানেই শেষ করলাম।। তবে দোয়া করি প্রিয় প্রতিষ্ঠান,, ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিতা ওস্তাজা এবং সম্মানিতা শিক্ষার্থী বোনদের জন্য যেন তাদের আগামি দিন গুলা সফলতা আসে,,দ্বীনের পথে অধিষ্ঠিত হতে পারে,দ্বীন কায়েমের পথে জীবন গড়াতে পারে,, আপুমনিদের জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম ☺️ "ভয়ভীতি দূর করুন,, শক্ত করুন মুঠো,,, কুরআন দিয়ে এগিয়ে চল,, গড়ে তুলো জীবণ.... 💞ফি আমানিল্লাহ!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ প্রথমেই মহান রবের দরবারে অশেষ শুকরিয়া যে তিনি আমাকে OFWM এর মতো একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ দিয়েছেন, যেখানে সম্মানিতা ওস্তাজা আপুমনিরা সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীন শিক্ষা দেন।ওস্তাজাদের পড়া বোঝানোর, পড়া আদায় করে নেওয়ার কৌশল তো অসাধারণ,মাশা'আল্লহ 🌸। তাদের ধৈর্য আর কথা বলার মাধুর্যতা সম্পর্কে না'ই বললাম। আমি কুরআন শিক্ষা কোর্সের পাশাপাশি নামাজ শিক্ষা, আসমাউল হুসনা হিফজ কোর্স কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ। কুরআন নাজেরা কোর্স ও অন্যান্য সকল কোর্স করবো ইংশা আল্লাহ। এককথায় আমার দেখা অনলাইনে একটি বিশ্বস্ত,ভালোলাগা,ভালোবাসার প্রতিষ্ঠান OFWM. 💝💝💝💝💝
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানায় মহান রবের দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত OFWM মাদ্রাসা। কোরআন শিক্ষা কোর্স শেষ করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আবার কোরআন নাজেরা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ অচেনা পরিবেশটায় আজ চিরচেনা পরিবেশ। পেয়েছি মিষ্টি মিষ্টি দ্বীনি সম্মানিতা আপুমনিদের। তার থেকেও বড় পাওয়া প্রানপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমনিরা।তাদের ব্যবহার,কথা-বার্তা, ধৈর্য সবকিছুই মাশা-আল্লাহ! এক একজন উস্তাজা যেনো ফুলের বাগান।কাকে ছেড়ে কাকে বেস্ট বলবো নিজেও জানিনা।কারণ সকল উস্তাজা আপুমনিরা বেস্ট। OFWM এর প্রতি আমার অনূভুতি প্রকাশ করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছিনা।কারণ আমার অনূভুতি প্রকাশ করার শব্দ আমার জানা নেই।শুধু বলতে পারি দ্বীনি শিক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে OFWM। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, হাজার কোটি শুকরিয়া মহান রব্বুল আলামীন কাছে,,,যিনি আমানে online free women's Madrassah তে পড়ার সুযোগ করে দিয়েছেন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ 🌿আমার সম্মানিতা প্রাণপ্রিয় মিষ্টি উস্তাজা আপুমনিরা এবং আমার সহপাঠী মিষ্টি আপুমনিরা আশা করি মহান রব্বুল আলামীন আপনাদের সবাইকে ভালো এবং সুস্থ রেখেছেন❤️❤️ আল্লাহর অসীম রহমতে আমিও অনেক ভালো আছি।আলহামদুলিল্লাহ بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ, প্রথমেই শুরু করবো সৃষ্টিকর্তার প্রসংশা দিয়ে 🌼🌼সমস্ত প্রসংশা বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামীনের জন্য যিনি অসীম দয়ালু ও মেহেরবান যার করুনা আর দয়া ছাড়া আমাদের সকলের জীবন অপরিপূর্ন থেকে যেতো, আমাদের উচিত প্রতিটা সময়কে কাজে লাগানো...🌿🌿আমার OFWM এর সাথে পথচলার আগে ও পরের কিছু মুহূর্ত শেয়ার করবো ইং শা আল্লাহ তায়ালা...... ছোট থেকে কুরআন না পড়তে পারার কারনে অনেক খারাপ লাগতো.. মাঝে মাঝে এমন হতো যে লুকিয়ে লুকিয়েই কান্না করতাম...তারপর বিভিন্ন জায়গায় কুরআন শিখার জন্য গিয়েছি..মসজিদের মক্তবেও যেতাম.,,,.আমি তখন কোরআন শুধু রিডিং পড়তে পারতাম কিন্তু সহিহভাবে না..আবার একটু বড় হলে বাসায় মহিলা টিচার রেখেছিলেন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম তিনি প্রতি প্রতিমাসে টাকা নিচ্ছেন ঠিকিই কিন্তু আমার কোরআন পড়ার তেমন কোনো উন্নতি হচ্ছে না কারন তারা ঠিকমতো তাজওয়ীদ গুলোই ভালো করে শেখান না..যা আমার মনকে পরিপূর্ণ পরিতৃপ্ত করতে পারতো না..... তখন এতো অনলাইনের যুগ ছিল না যে ইউটিউবে সার্চ করলে সবই পাওয়া যাবে...ফেসবুক শব্দটাও তখন বুঝতাম না...আর ইউটিউবে সার্চ করলেও পড়াগুলো একঘেয়েমী ও কঠিন লাগে,, সঠিক গাইডলাইনের অভাবে।।তাই মনের মধ্যে একটা আফসোস কাজ করতো কেমন একটা কষ্ট লুকিয়ে ছিল।।।এমনভাবেই সবকিছু চলতে থাকলো....সহিহ শুদ্ধ নির্ভূলভাবে কোরআন শেখার স্বপ্ন .. স্বপ্নই থেকে গেলো,..,একরাশ হতাশা আর কষ্ট নিয়ে.বছরের পর বছর চলে গেলো..আস্তে আস্তে স্বপ্নটা আরো বড় হতে থাকে....হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা আপুর পোস্ট দেখতে পায়.. পোস্টে লেখা ছিল উনি পারসোনালি কোরআন সহিহ শুদ্ধ করে শেখাবেন.. তো যেই ভাবা সেই কাজ শেখার আগ্রহ থেকে উনাকে নক করলাম তারপর উনার কাছে মাত্র একসপ্তাহ পড়েছিলাম... তারপর একদিন উনার আইডিতে যেয়ে দেখি উনি @Online Free Women's Madrasah নামে একটা পেইজে ফলো দিয়ে রাখছেন তো আমিও ফলো দিয়ে দিলাম তাছাড়া আরো অনেক মাদরাসায় ও ফলো দিয়ে রাখছিলাম। এবং #OFWM মাদরাসার গ্রুপে ও এড হয়ে গেলাম... তখন.. #OFWM..মাদরাসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না।কিন্তু আস্তে আস্তে যে এই মাদরাসা টাই যে আমার এতো টা প্রিয় হয়ে উঠবে কখনো ভাবতে পারি নাই....পেইজে যেয়ে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে। সবগুলোর মধ্যে আমার বিশেষ আকর্ষণ ছিল 💙কোরআন শিক্ষা কোর্স💙আমি পর্যাযক্রমে তিনটা কোর্সে কনফার্ম করেছিলাম। কোরআনিক প্রশ্নোত্তর , সিরাহ, কোরআন শিক্ষা কোর্স। আলহামদুলিল্লাহ প্রথম দুইটা কোর্স আল্লাহর বিশেষ রহমতে সম্পূর্ণ করেছিলাম আর কোরআন শিক্ষা কোর্স প্রায় শেষের দিকে.. কিভাবে ৫-৬ টা মাস এতো তাড়াতাড়ি চলে গেলো বুঝতেই পারলাম না..আমার মনে হয় কোরআন শিক্ষা কোর্সটি প্রত্যেকটি মা বোনদের বাধ্যতামূলক করা উচিত,,, এই কোর্স টি করার মাধ্যমে সে নিজেও শিখতে পারলো এবং তার নিজের সন্তানকেও শিখাতে পারলো।ইং শা আল্লাহ। এই কোর্সগুলো করার মাঝখানেই আমাদের দেশে বিভিন্ন ভয়ঙ্কর সব ঘটনা ঘটে গেছে যেটা আপনারা সবাই জানেন,,আমরা এক অন্যরকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছিলাম...অনেকটা দিন নেটওয়ার্কের বাইরে অফলাইনে থাকতে হয়েছে, বাসার বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ন ছিল,, এমন একটা সময় আমাদের কোর্সের ক্লাস গুলো ও বন্ধ হয়ে গেছিলো...এতোসব সমস্যার মধ্যে আমাদের কোর্স টি কন্টিনিউ করতে পারবো কিনা সম্পূর্ণ অনিশ্চিত ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামীন হলেন সবচেয়ে বড় উত্তম পরিকল্পনা কারী....তার পরিকল্পনার কাছে সকল পরিকল্পনা নগন্য তুচ্ছ,,,এতো ঝড়ঝাপটা পেরিয়ে আমরা আবারও ক্লাসে ফিরে যেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সময় চোখের পলকেই চলে যায়। কোরআন শিক্ষা কোর্স করার আগে আমার মতো জেনারেল পড়ুয়া মেয়ের কাছে সিফাত, মাদ,গুনাহ কঠিন লাগবেই স্বাভাবিক কিন্তু কোর্স করার পর এই টপিকগুলো আমাদের সম্মানিতা প্রাণপ্রিয় উস্তাজা আপুমনিরা এতোটা ভালোভাবে শিখিয়েছেন যে এই টপিক গুলো আমার কাছে এখন অনেক ইজি মনে হয়।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহা-নাল্লাহ। এই মাদরাসায় না পড়লে হয়তো জানতেই পারতাম না যে এতো সহজ উপায়ে সুন্দর ভাবেও কুরআনের তাজওয়ীদ শেখা যায়।মা শা আল্লাহ।আবার তাজওয়ীদ শেখার আগে একটি বিশেষ পদ্ধতির(বৃত্ত পদ্ধতি) মাধ্যমে আরবী হাতের লেখা অনেক যত্নের সাথে শেখানো হয় আলহামদুলিল্লাহ যেটা অন্য কোথাও শিখতে পারবেন না কিংবা শেখানোও হয় না।আমার আরবী হাতের লেখার হাতেখড়ি এখান থেকেই আলহামদুলিল্লাহ । বারাকাল্লাহু ফিকি।আরও বেশকিছু কোর্সে আছি বর্তমানে যেমন...নামাজ শিক্ষা, যেটা আর একটা ক্লাস পরেই সম্পূর্ন হবে আলহামদুলিল্লাহ , তারপর দোয়া মাসনুন কোর্স,,,আশা করি এই সপ্তাহের মধ্যে চালু হবে ইং শা আল্লাহ।বর্তমানে আর রাহিকুল মাখতুম,নাজেরা কোর্সেও আছি আলহামদুলিল্লাহ (চলমান)। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তৌফিক দিলে সামনে আরও অনেক কোর্স করবো ইং শা আল্লাহ। অনেকেই মনে করেন যে ফ্রী দ্বীনি শিক্ষা দেওয়া হয় তাই বলে অবহেলা করেন অথচ এখানে অবহেলা করার কোনো সুযোগ পাবেন না।যদি অবহেলার মতো ভুলটি করে ফেলেন তাহলে দায়িত্বরত উস্তাজারা আপনার জন্য বিশেষ ব্যবস্থা নিবেন।আর বেশি বেশি হোমওয়ার্ক দেন আমাদের ভালোর জন্যই যেটা আপনারা কোর্স করার পরে বুঝতে পারবেন ইং শা আল্লাহ। তাছাড়া দুর্বল শিক্ষার্থী দের জন্য এক্সট্রা ক্লাসের ও ব্যবস্থা থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ ভাবে আরো কিছু কথা বলতে চাই আমার প্রিয় মাদরাসার উস্তাজা আপুমনিদের সম্পর্কে.....যারা এতোটা ভালো,ভালো মানে অনেকটা ভালো, এতোটা অমায়িক,নিরহংকার,ভদ্র,স্নেহশীল,প্রীতিপূর্ন,মধুর তাদের কথার ধরণ।তাদের কথা শুনলেই অর্ধেক পড়াই মুখস্ত হয়ে যায়.অনেক যত্ন করে বুঝিয়ে বুঝিয়ে আমাদের পড়াগুলো শেখান.মনে হয় যেন অনেক আপনজন,,,নিজের বড় বোনের মতো,,,.তাদের সম্পর্কে যতই বলি ততই কম হবে....আমার মনে হয় #OFWM মাদরাসার উপরে আল্লাহ সুবহানুওয়া তায়ালার একটা বিশেষ রহমত আছে।আলহামদুলিল্লাহ। তাছাড়া আমাদের মাদরাসার প্রাণপ্রিয় উস্তাজারা আল্লাহর সন্তুষ্টির জন্য এতো এতো পরিশ্রম করেন যা ভাষায় প্রকাশ করার মতো না...তারা নিজেদের ঘর সামলিয়ে,,, নিজেরা তো পড়াশোনা করেন আবার আমাদের পড়ানোর পেছনেও সারাদিন রাত টাইম দেন ♥️ আবার তার পাশাপাশি,, তারা সময়ের ব্যাপারে অনেক দায়িত্বশীল। মাশাআল্লাহ। আমাদের সম্মানিতা প্রাণপ্রিয় মিষ্টি আপুমনি দের বিশেষ কিছুকথা তুলে ধরবো..যা আমার একান্তই অনেক ভালো লাগে..❤️❤আপনি আমার বোন ও অতি আপনজন। ইংশা-আল্লহ আত্মীয়তার দিক থেকে আমি সবসময় খুবই নরম স্বভাবের কিন্তু উস্তাজা হিসাবে দায়িত্বের ব্যাপারে প্রয়োজনে তাগিদে আমি কখনো খুবই কঠোর আবার কখনো কখনো নরম। কারণ দায়িত্বের ব্যাপারে অবহেলা করলে আমাকে তদারকি জন্য যিনি দায়িত্বে আছেন তার কাছে জবাবদিহিতা করতে হবে। এছাড়াও দ্বীন শিক্ষা বিষয়ে অবহেলা কিংবা গাফিলতি করা মানে আল্লাহর কাছে এই ব্যাপারে আমাকে মৃত্যুর পর জবাবদিহিতা করা।❤️❤️আসলেই অসাধারণ। তাদেরকে আল্লাহ রব্বুল উত্তমভাবে কবুল করি নিন, উত্তম প্রতিদান দান করুন,তাদের পরিশ্রম গুলোকে কবুল করে নিন,তাদের মনের সকল নেক ইচ্ছা গুলো কবুল করুন।সুম্মা আমিন।#OFWM এর স্টুডেন্ট হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি...আল্লাহ সুবহানু ওয়া তায়ালার লাখো কোটি শুকরিয়া আমার মতো এক অধম বান্দীকে #OFWM মাদরাসায় দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছেন,, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকিছুর মালিক ও সৃষ্টিকর্তা।❤️❤️ 🌼🌿জানিনা কথাগুলো ঠিকমতো গুছিয়ে লিখতে পেরেছি কিনা।OFWM এর সাথে দীর্ঘপথচলায় যদি আমার কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর সন্তুষ্টির আশায় মাফ করে দিবেন ইং শা আল্লাহ। সকলে আমার ও আমার পরিবারের হেদায়েতের জন্য দোয়া করবেন ইং শা আল্লাহ,,, আল্লাহ যেন আমার ইলমে বারাকাহ দান করেন.আমার ইমান বৃদ্ধি করেন.. বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।#OFWM প্রিয় মাদরাসা যেন কোনো রকম বাঁধা ছাড়াই আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।মৃত্যু ছাড়া যেন আর কোনো কিছু আমাদেরকে #OFWM থেকে আলাদা করতে না পারে।আমিন। সুম্মা আমিন।আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা অবিরাম।জাযাকুমুল্লাহ খাইরান ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ। ফি আমানিল্লাহ। 🌼🌼🌿 নাম: Sadia Binte Morshed কুরআন শিক্ষা কোর্স রোল:৩৭৬৫ _________________________________
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান স্বত্তার যিনি এত এত মানুষের মধ্যে থেকে আমাকে দ্বীনি মজলিসে যুক্ত হওয়ার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বীনি শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। দ্বীনের আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যখন আমি উদ্দেশ্যহীন ভাবে চলাচল করছিলাম তখন রহমতের আলো হয়ে আমার জীবনে OFWM এর আগমন ঘটে। আলহামদুলিল্লাহ। OFWM এমন একটি নিয়ামত যা প্রত্যেক লক্ষ্যভ্রষ্ট আপুমনিদের জন্য রহমত। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের প্রত্যেক উস্তাজা আপুমনি এতটা আন্তরিক যে পূর্ব পরিচয় না থাকা স্বত্তেও মনে হয় তারা আমাদের কতটা কাছের কতটা ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ। তাদের সহযোগিতায় আজ আমি কুরআন শিক্ষা কোর্স সম্পন্ন করে নাজেরা কোর্স এ যুক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। OFWM যে একবার যুক্ত হতে পেরেছে শুধু তারাই জানে এই প্রতিষ্ঠান আমাদের কতটা ভালোবাসার, কতটা প্রিয়। আলহামদুলিল্লাহ। 🌸🌸🌸🌸প্রিয় OFWM🌸🌸🌸🌸
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু🌺🌺। দ্বীন শিক্ষা অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ। জেনারেল লাইনের শিক্ষার্থী হওয়ায় যখন থেকে দ্বীনী শিক্ষা অর্জনের গুরুত্ব বুঝতে পেরেছি তখন থেকেই দ্বীনী শিক্ষা অর্জনের জন্য ব্যাকুল হয়ে উঠেছি।। এক পর্যায়ে গিয়ে OFWM-এর সন্ধান মিলিয়ে দেন মহান রব।আমি কুরআন সহিহ ভাবে পড়তে পারতাম না,, কিন্তু আলহামদুলিল্লাহ দ্বীনী এই প্রতিষ্ঠানের উস্তাযাদের মনোমুগ্ধকর ব্যবহার ও শিক্ষাদানের ফলাফল হিসেবে আলহামদুলিল্লাহ আজ আমি কুরআন সহিহ ভাবে পড়তে সক্ষম।এই প্রতিষ্ঠানের নিয়মকানুন, উস্তাযাদের ব্যবহার, ধৈর্য্যশীলতা সহ প্রতিটি বিষয়ে মুগ্ধ হয়ে আর-রাহিকুল মাখতুম কোর্সে যুক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ নিয়ত আছে OFWM-এর সবগুলো কোর্স করার। আল্লাহু আ'লাম। 🤲🤲 জাযাকিল্লাহু খইরন💐💐