সাম্প্রতিক পোস্ট

OFWM প্রতিভা বিকাশ প্রতিযোগিতা মূলক-১ প্রসঙ্গে নোটিশ

January 07, 2025 OFWM প্রতিভা বিকাশ প্রতিযোগিতা
OFWM প্রতিভা বিকাশ প্রতিযোগিতা মূলক-১ প্রসঙ্গে নোটিশ

#OFWM_প্রতিভা_বিকাশ_প্রতিযোগিতা
Online Free Women’s Madrasah-OFWM
—————————————————————-
আসসালামু আলাইকুম। সম্মানিতা প্রাণপ্রিয় OFWM উস্তাজারা। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনারা সকলেই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। উক্ত প্রতিযোগিতা অংশগ্রহণের নিয়মাবলী:

১! OFWM প্রতিভা বিকাশ প্রতিযোগিতায় পছন্দমত এক বা একাধিক মানুষের জন্য পিঠা তৈরি করতে হবে।
২! অতঃপর আপনার আশেপাশে কোন অসহায় হতদরিদ্র মানুষকে খাওয়াতে হবে।
৩! পিঠা তৈরির পর অবশ্যই সেই পিঠার ছবি তুলতে হবে। যদি সম্ভব হয় যাদের খাওয়াচ্ছেন তাদের ছবি তুলবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ছেলে মানুষ কিংবা ছোট শিশুদের ক্ষেত্রে ছবি তুলতে পারবেন তাও পোষ্ট করার সময় মুখে কোন ছাপ দিয়ে পোষ্ট করতে হবে। মেয়ে মানুষদের একদমই ছবি তুলা যাবেনা আর আপলোড করা যাবেনা। সে ক্ষেত্রে শুধুমাত্র পিঠার ছবি আপলোড করলেই চলবে। ইংশা-আল্লহ
৪! OFWM প্রতিভা বিকাশ প্রতিযোগিতা ফেইসবুক গ্রুপে পোস্ট করতে হতে হবে।
🕔 উদাহরণস্বরূপ পোষ্ট করার নিয়মাবলী:
▪️ #OFWM_প্রতিভা_বিকাশ_প্রতিযোগিতা_১
▪️অংশগ্রহণের তারিখ:
▪️OFWM উস্তাজা নাম:
▪️পিঠার আইডেম নাম: পিঠার নাম
▪️ অসহায় মাঝে বন্টন: (কতজন)
▪️ খাওয়ার পর অসহায়ের মন্তব্য:
৫! অংশগ্রহণের সর্বশেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) বিকাল: ৩ ঘটিকা

বিশেষ দ্রষ্টব্য: বিজয়ী নির্বাচন যারা অংশগ্রহণ করবেন সবার মধ্যে লটারি করে পাঁচজনকে OFWM পক্ষ থেকে আকর্ষণীয় হাদিয়া দেওয়া হবে। আর লটারি Online Free Women’s Madrasah-OFWM টেলিগ্রাম গ্রুপে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। OFWM সাথে জড়িত পুরাতন ও নতুন সকল শিক্ষার্থীরা উক্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারবেন আর সরাসরি বিজয়ী নির্ণয় দেখতে পারবেন। তবে অবশ্যই টেলিগ্রামে নিরাপত্তার জন্য আপনি যে চললান কোর্স করেছেন কিংবা অলরেডি কোর্স কমপ্লিট করেছেন সেই কোর্সের লোগো টেলিগ্রাম প্রোফাইল ব্যবহার করতে হবে। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চান.. আপনারা চলমান কোর্স গ্রুপে থাকলে সেখান থেকে অটোমেটিক লিংকের মাধ্যমে যুক্ত হতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোর্স ওস্তাজা সহায়তা নন। পুরাতন শিক্ষার্থী যদি চলমান কোর্স গ্রুপে না থাকেন তাহলে পেজের ইনবক্সে নক দিয়ে যুক্ত হয়ে যাবেন। ইংশা-আল্লহ

🕔 কিছু কিছু মানুষ সত্যিই অসহায় তাদের ভালোলাগা মন্দলাগা ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকেনা। তাদের কিছু অবাক্ত বেদনা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। আসুন আমরা অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে শিখি তাদের ভালবাসতে শিখি। তাদের চাহিদা খুবই কম তারা অল্পতেই অনেক বেশি খুশি।
#অপচয়_কে_না_বলুন_অসহায়দের_সহায়তা_করুন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...