সাম্প্রতিক পোস্ট

OFWM ক্লাস রুটিন

October 08, 2024 OFWM ক্লাস রুটিন

#তাওয়াক্কুল_আলাল্লহ #আলহামদুলিল্লাহ
#আসসালামু_আলাইকুম সম্মানিতা প্রাণপ্রিয় OFWM প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের গত কয়েকদিন আগে প্রতিষ্ঠানের রুটিন ও কোর্স পদ্ধতির আপডেট আসবে এমন বিষয় আগেই আপনাদের অবগত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ চলে এসেছে। আপনাদের প্রতিটি কোর্স আরো অনেক সুন্দর সাবলীল এমনকি টেকনিক সহকারে পদ্ধতিতে চলে এসেছে।
আমাদের নতুন রুটিনে আমরা সবচাইতে বেশি ফোকাস দিয়েছি OFWM কুরআন শিক্ষা ও OFWM কুরআন নাজেরা। এই দুটি কোর্স ফোকাস সবচাইতে বড় কারণ সাধারণত যারা আরবি পারেন সহি শুদ্ধভাবে তারা চাইলে অন্য কোন কোর্স যে কোন সময় করতে পারবেন কিংবা প্রয়োজনে একাই কমপ্লিট করতে পারবেন। কিন্তু যারা আরবি সহিহ শুদ্ধ ভাবে পড়তে পারেন না, আবার এই বয়সে অন্য কোথাও শিখার সেইভাবে সুযোগ-সুবিধা পান না তাদের জন্য মূলত পক্ষে আমরা সবচাইতে বেশি ফোকাস করি। এছাড়াও আমাদের OFWM কুরআন শিক্ষা কোর্স সুযোগ নিতে হলে কমপক্ষে অনেক মাস অপেক্ষা করার পর সুযোগ নিতে হয়। যাতে করে আমরা আরো অধিক শিক্ষার্থী অতি দ্রুত নিতে পারি এটাই সবচাইতে বড় মূল পরিকল্পনা। আমরা দুটি টাইমে অর্থাৎ জোহর থেকে আসর এমন কি মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময় শুধুমাত্র OFWM কুরআন শিক্ষা কোর্স ও কুরআন নাজেরা কোর্স সিডিউল রেখেছি। এই দুটি সময় ব্যতীত আমাদের রাখাও সম্ভব নয় কারণ এই দুটি কোর্সে কমপক্ষে দৈনন্দিন ১ ঘন্টা ৩০+ ক্লাস চলমান থাকে। যেটা অন্যান্য সময়ে দিলে নামাজের ওয়াক্ত জনিত সমস্যা হয়। বিশেষ করে আমরা মুখস্থ কোর্সসমূহ যেগুলো আরবি সহি শুদ্ধ জরুরী কিংবা আরবি সহীহ জরুরী নয় তথা বাংলা ভিত্তিক কোর্স সমূহ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় রেখেছি। আর এই সময়টা যারা অলরেডি OFWM কুরআন শিক্ষা কোর্স/কুরআন নাজেরা কোর্স করতেছেন কিংবা অলরেডি কমপ্লিট করেছেন তারা কোর্সগুলো করতে পারবেন। আর যারা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করেন বা দায়িত্বরত রয়েছেন তাদের জন্য আরও সহজ কারণ এই সময়টা তারা ফ্রি থাকেন । যেটা সাধারণত এর আগে রুটিনে আমরা বিকাল তিনটা থেকে দেওয়ার ফলে অনেকের সমস্যা হতো তথা অনেকেই মাদ্রাসা কলেজ ভার্সিটিতে বিদ্যমান থাকতেন। শুধু তাই নয় আমরা দিনগুলো ভাগ করে দিয়েছি যাতে করে আসর থেকে মাগরিব আপনারা তিন দিন+তিন দিন করে সাপ্তাহিক আপনারা দুটি করে কোর্স করতে পারবেন। তারমানে বিষয়টা হলে এমন আপনি OFWM কুরআন শিক্ষা কোর্স/কুরআন নাজেরা/online Skills training-OFWM পাশাপাশি আরো ২ টি কোর্স আসর থেকে মাগরিব চলমান রাখতে পারবেন যেহেতু দিনগুলো আপনাদের কাছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এছাড়াও যারা OFWM মুয়াল্লিমা কোর্স সাথে জড়িত আছেন। আপনারা অতি দ্রুত যেন নিজেদের তৈরি করতে পারেন এই জন্য আপনাদের ছয়দিন ক্লাস চলমান। আর সেটা আপনাদের ভোর সকালে ক্লাস থাকবে।

সবচাইতে খুশির একটা বিষয় সেটা হলো Online Skills training-OFWM কোর্স যেহেতু আমরা অনেকগুলো টপিক নিয়ে আসবো। এই জায়গাটায় আমরা একদম সম্পূর্ণ কোর্স ফাঁকা রেখেছি অর্থাৎ সকল টাইমে কোর্স গুলো দেওয়া হয়েছে। যাতে করে OFWM দ্বীনি শিক্ষা কোর্স পাশাপাশি online skills training-OFWM কোর্স করলে কোন প্রকার সমস্যা তৈরি না হয়।

সম্মানিতা প্রাণপ্রিয় OFWM শিক্ষার্থীরা – রুটিনটি আপনাদের খুবই ভেবেচিন্তে দেওয়া হয়েছে। এই দুটির মোতাবেক কেউ যদি ইচ্ছুক থাকেন আমাদের প্রতিষ্ঠানে একসাথে কমপক্ষে ৪ টি কোর্স চলমান রাখতে পারবেন। ইংশা-আল্লহ সিডিউল গুলো এমনভাবে সাজানো আপনাদের কারো উপর কোন প্রেসার বা চাপ হবে না।

বিশেষ দ্রষ্টব্য: এই মাসে কিছু কোর্স শিক্ষার্থীদের কনফার্ম করার পর তাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। সম্মানিতা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমরা আন্তরিকভাবে দুঃখিত আল্লাহর জন্য ক্ষমা করে দেবেন। আমাদের কিছু করছে সিডিউল মিলানোর জন্য আর কিছু কোর্সের আপডেট আসার জন্য আপনাদের অপেক্ষা করানো হয়েছে। কারণ মাঝপথে গিয়ে আপনাদের কোর্সের পরিবর্তন নিয়ে আসা সম্ভব ছিল না এমনকি আপনাদের জন্য বিরক্তি করে কারণ হত। সেজন্য আমরা চেয়েছি হয়তো দুইদিন পর চালু হোক তবে নতুন আপডেট বিষয়গুলো যেন আপনারা শিখতে পারেন ও জানতে পারেন। এছাড়াও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি ও দ্বীনি খেতমতে নিয়োজিত রয়েছি।
যেহেতু আমরা এতটা পরিশ্রম করতেছে শুধুমাত্র আপনারা যেন দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনাদের প্রতিষ্ঠানের প্রতিটি নিয়মের প্রতি শ্রদ্ধা ও সম্মতি জানানো উচিত। আর প্রতিটি বিষয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করা উচিত। আল্লাহ রব্বুল আলামীন আপনাকে ও আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন
দোয়া ও ভালোবাসা অবিরাম সম্মানিতা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। OFWM ক্লাস রুটিন

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...