Online Free Women’s Madrasah-OFWM
আসসালামু আলাইকুম। সম্মানিতা প্রাণপ্রিয় OFWM শিক্ষার্থী আপুমনিরা। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১ জানুয়ারি ২০২৫ প্রায় ৭ ঘণ্টা ব্যাপি ইসলামিক বিনোদন অনুষ্ঠান দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠান এত লম্বা সময় ধরে আয়োজন করার একমাত্র উদ্দেশ্য যাতে এই দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে কিংবা OFWM প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বাইরে বের হয়ে যেন ফিতনা সম্মুখীন না হয়। সেজন্য ফেতনা থেকে বের হয়ে সারাদিনটা যেন ইসলামিক আয়োজনে পরিচালিত হক।
বিশেষ দ্রষ্টব্য: অনেক শিক্ষার্থীর আন্দোলনের কারণে এই অনুষ্ঠান প্রতি প্রতিষ্ঠান থেকে আরও বেশি উৎসাহিত হয়েছে।
সেজন্য প্রতি সপ্তাহিক শুক্রবার আমাদের আসর থেকে এশারের পরবর্তী সময় পর্যন্ত OFWM শিক্ষার্থীদের নিয়েই ইসলামের বিনোদন অনুষ্ঠান পরিচালিত হবে। অনুষ্ঠানের দিন সকল কোর্সগুলো ক্লাস বন্ধ রাখা হবে। ইংশা-আল্লহ
সতর্কবার্তা: আমরা উক্ত অনুষ্ঠানে ৫০০ থেকে ১০০০ মানুষকে জায়গা দিতে সক্ষম হবে। তবে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আরো বেশি থাকায় হয়তো সম্ভব হবে না সবাইকে জায়গা করে দেওয়া। যেহেতু কোর্সের গ্রুপগুলোতে অনুষ্ঠানের গুগল মিট লিংক দেওয়া হবে। যে ৫০০ থেকে ১০০০ জন শিক্ষার্থী আগে জয়েন হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সাধারণত তারা সুযোগ পাবেন। আবার কেউ বের হয়ে গেলে হয়তো তার জায়গায় নতুন কেউ জয়েন করে ফেলবেন। সেজন্য এই জায়গা থেকে সবাই সতর্ক থাকবেন।