আসসালামু আলাইকুম। সম্মানিতা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আপনাদের জন্য গুড নিউজ। OFWM কুরআন শিক্ষা কোর্স জন্য অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কারণ আমরা এখন থেকে বিকাল ৩:০০ ঘটিকা ও সন্ধা ৬:৩০ ঘটিকা থেকে কুরআন শিক্ষা ব্যাচ শিফট রাখবো। আপনাদের নিজেদের সময়মতো বিকাশ শিফট কিংবা সন্ধা শিফটে ভর্তি কনফার্ম করতে পারবেন। যারা গত শুক্রবার অলরেডি কনফার্ম করেছেন তাদের আবার আগ্রহী গ্রুপ থেকে কনফার্ম করতে হবে। কারন নতুন সিদ্ধান্ত মোতাবেক আপনার চাইলে বিকাল কিংবা সন্ধ্যার শিফটে যেকোনো একটি ভর্তি হতে পারবেন।
যেহেতু শিফট দুইটা করা হয়েছে আমরা আরো ৫০০+ শিক্ষার্থী নিতে পারবো। ইংশা-আল্লহ যারা নতুন ভর্তি হতে চান কিংবা কারো পরিচিত অতি দ্রুত আগ্রহী গ্রুপে যুক্ত হয়ে যান। ইংশা-আল্লহ পেজের ইনবক্সে নক দিয়ে উত্তরের জন্য ধৈর্য ধারণ করুন।
বিশেষ দ্রষ্টব্য: সবাই চেষ্টা করবেন বিকাল শিফটে কনফার্ম করতে কারণ সন্ধা শিফট একটা ব্যাচ চলমান সেজন্য বিকাল শিফটের ক্লাস চলমান হওয়ার পর সন্ধ্যা শিফটের ক্লাস চলমান হবে। ইংশা-আল্লহ
👉 সম্মানিতা প্রাণপ্রিয় OFWM শিক্ষার্থীরা কমেন্টে কমপক্ষে ১০ আপুমনিদের ম্যানশন করুন ও পোষ্টি নিজের টাইমলাইনে শেয়ার করুন। ইংশা-আল্লহ আপনার ম্যানশনে বা শেয়ারে কেউ দ্বীনি শিক্ষা গ্রহণ করলে কিংবা দ্বীনি প্রচারণা জন্য আপনিও আলহামদুলিল্লাহ অনেক নেকীর ভাগীদার হবেন।