সাম্প্রতিক পোস্ট

OFWM পরিচিতি

OFWM পরিচিতি

Online Free Women’s Madrasah-OFWM

অনলাইন ভিত্তিক মেয়েদের ইলমে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান

২০১৮ সাল থেকে অনলাইন ভিত্তিক ফ্রি দ্বীনি শিক্ষা কার্যক্রম শুরু করা হলেও OFWM প্রাতিষ্ঠানিক আকারে ২০২২ সালে রূপ দেওয়া হয়। অতঃপর প্রায় ১৬ টি প্রয়োজনীয় দ্বীনি শিক্ষামূলক ও কর্মদক্ষতামূলক কোর্স চালু করা হয়। OFWM প্রতিষ্ঠানটিতে আলহামদুলিল্লাহ হাজার হাজার শিক্ষার্থী নিজেদের সামর্থ্যানুযায়ী কোর্স রেজিস্ট্রেশন করে ভর্তি ও মাসিক ফি বিহীন ফ্রিতে দ্বীনি শিক্ষা গ্রহণ করতেছেন। চলমান ১০০+ উস্তাজা রয়েছেন তারাও ফ্রিতে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য খেদমত রয়েছেন।

OFWM কোন শিক্ষার্থী যদি নিজ আগ্রহে OFWM অনলাইন প্রতিষ্ঠানে মাসিক হাদিয়া দিতে আগ্রহী থাকে তবে সেটা গ্রহণ করা হয়। কারণ এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বাহ্যিক অনেক খরচ রয়েছে ও হয়ে থাকে। যেহেতু প্রতিষ্ঠানের কোন আলাদা ইনকামের সোর্স নেই সেজন্য প্রতিষ্ঠানের স্বার্থে শিক্ষার্থীদের হাদিয়া গ্রহণ করা হয়।

দ্বীনি শিক্ষার পাশাপাশি OFWM প্রতিষ্ঠানে দান-সদকা মূলক কার্যক্রম করা হয়। OFWM আওতাভুক্ত Sadaqah-OFWM ফান্ড সংগ্রহ করার মাধ্যম তৈরি করা হয়েছে। যেহেতু OFWM শিক্ষার্থীরা মাসের পর মাস দ্বীন শিক্ষা গ্রহণ করার পরেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রকার ভর্তি ফি ও মাসিক হাদিয়া নেওয়া হয়না, সেহেতু শিক্ষার্থীদের দান-সদকা ব্যাপারে উৎসাহিত করা হয়। অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা তাদের আশেপাশে দান-সদকা করে থাকেন। আবার অনেক শিক্ষার্থী রয়েছে OFWM প্রতিষ্ঠান মাধ্যমে দান-সদকা করার জন্য Sadaqah-OFWM ফান্ডে টাকা সংগ্রহ করেন। ইংশাআল্লহ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জমা করা আমানত খুবই সূক্ষ্মভাবে তদন্ত ও যাচাই-বাছাই করে Sadaqah-OFWM ফান্ড থেকে অসহায় অবহেলিত ও হতদরিদ্রদের মাঝে কিংবা গুরুত্বপূর্ণ দানের খাদে ব্যয় করা হয়। Sadaqah-OFWM ফান্ডে জমানো টাকা Online Free Women’s Madrasah-OFWM আওতাভুক্ত অফলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান Offline Free Boy’s Madrasah-OFBM ও Offline Free Women’s Madrasah-OFWM ব্যয় করা হবে। অফলাইন প্রতিষ্ঠানে অসহায় হতদরিদ্র এতিম শিক্ষার্থীদের থাকা খাওয়া ও দ্বীনি শিক্ষার ব্যবস্থা ফ্রিতে করা হবে। ইংশা-আল্লহ অফলাইন প্রতিষ্ঠান কার্যক্রম পর্যায়ক্রমে আমরা অতি দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়িত করতেছি।

এছাড়াও দ্বীন শিক্ষার পাশাপাশি online skills training-OFWM ও Online Calligraphy Training-OFWM নামে কর্মদক্ষতা মূলক ট্রেনিং প্রদান করা হয়। আর এই ট্রেনিং গুলো কিছু কিছু কোর্সে বিভক্ত করে শিক্ষা দেওয়া হয়। এটাই প্রতিষ্ঠানের প্রত্যাশা অন্যের উপর নির্ভরশীল না হয়ে যাতে করে শিক্ষার্থীগুলো প্রয়োজনীয় নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো নিজেরা করতে পারেন ও নিজের কর্মদক্ষতাকে আরো সমৃদ্ধ কর গড়ে তুলতে পারেন। OFWM প্রতিভা বিকাশের প্রতিযোগিতা মাধ্যমে প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও উৎসাহিত মূলক হাদিয়া প্রদান করা হয়। যাতে করে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ঘটে। প্রয়োজনে প্রতিভাবানদের প্রতিষ্ঠান থেকে যতটুকু সম্ভব পরামর্শ কিংবা সাপোর্ট দিয়ে হলেও সহায়তা প্রদানের চেষ্টা করা হয়। ইংশা-আল্লহ

Online Islamic Library-OFWM লাইব্রেরী রয়েছে।যার মাধ্যমে শিক্ষার্থীগুলো স্বল্পমূল্য বই সংগ্রহ করতে পারেন ও প্রয়োজনে বিক্রি করতে পারেন। লাইব্রেরীতে OFWM শিক্ষার্থী থেকে কোন প্রকার লভ্যাংশ রাখা হয়না।

আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামীনের প্রতি অনেক অনেক শুকরিয়া তিনি আমাদের মাধ্যমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেছেন ও আপনাদের দ্বীনি শিক্ষা গ্রহনের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামীন আমাদের ও আপনাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। OFWM সাথে জড়িত সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা অবিরাম। আমিন

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট
লোডিং হচ্ছে...